Friday, August 22, 2025

“কৃতিত্বের সঙ্গে ফের শূন্যে ফিরলেন”! বায়রনের তৃণমূলে যোগদান প্রসঙ্গে অধীরকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

অধীর চৌধুরীর (Adhir Choudhury) আত্মসমালোচনা করা উচিত। দলের একজনই বিধায়ক (MLA) তাঁকেও ধরে রাখতে পারেন না। অধীর চৌধুরীর কথা বলার মতো কোনও মুখ নেই। গর্বের সঙ্গে ২০২১ সালে শূন্য পেয়েছিলেন। আবারও কৃতিত্বের সঙ্গে শূন্যতে ফিরে গেলেন। সাগরদিঘির (Sagardighi) বিধায়ক বায়রন বিশ্বাসের (Bayron Biswas) তৃণমূলে যোগদান প্রসঙ্গে এভাবেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণাল এদিন সাফ জানান, বায়রন খুব খোলাখুলি বলেছেন, তৃণমূলের ভোটে তিনি জিতেছেন এবং তিনি তৃণমূল পরিবারের (TMC) তাই তিনি ফিরে এসেছেন। মানুষ যা ঠিক করেছেন তাই হয়েছে। এরপরই অধীর চৌধুরীকে কটাক্ষ করে কুণাল আরও বলেন, ২০২১ সালে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার চেষ্টায় নেমে পড়ে কংগ্রেস। প্রথম থেকেই বিজেপির (BJP) যাতে সুবিধা হয়ে যায় সেই চেষ্টাই করেছে কংগ্রেস (Congress)।

উল্লেখ্য, সোমবার সাগরদিঘির বিধায়ক বায়রন তৃণমূলে যেতেই বিস্ফোরক দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের হাতে একটি মাত্র আসন ছিল, সেটিও হাত থেকে বেরিয়ে যেতে এদিন ক্ষোভ উগরে দেন তিনি। অধীরের অভিযোগ, মানুষের রায় ছিল, কিন্তু বায়রন মানুষের রায়কে পদাঘাত করল। নানা ধরনের মন্তব্য থেকে পরিষ্কার এই পরাজয় মেনে নিতে পারেনি। তৃণমূল সাগরদিঘিতে হেরে যাওয়ার পর থেকেই মানুষকে বিভ্রান্ত করেছে। বায়রনকে দলে ফিরিয়ে আনতে একাধিকবার চেষ্টা হয়েছে।

তবে এদিন অধীর আরও বলেন, মীরজাফরের থেকেও মানুষের সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা করেছেন বায়রন। তবে একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, বায়রনকে ভয় দেখিয়েই দলে টেনেছে তৃণমূল৷ তৃণমূলকে টার্গেট করে তাঁর মন্তব্য, বায়রন সম্পর্কে আমার আগেও কোনও খারাপ ধারণা ছিল না, এখনও নেই। পাশাপাশি আগামী দিনে বায়রনের থেকেও আরও ভালো প্রার্থী কংগ্রেস ওই এলাকা থেকে তুলে আনবে বলে জানিয়েছেন অধীর।

 

 

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...