Sunday, November 9, 2025

“কৃতিত্বের সঙ্গে ফের শূন্যে ফিরলেন”! বায়রনের তৃণমূলে যোগদান প্রসঙ্গে অধীরকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

অধীর চৌধুরীর (Adhir Choudhury) আত্মসমালোচনা করা উচিত। দলের একজনই বিধায়ক (MLA) তাঁকেও ধরে রাখতে পারেন না। অধীর চৌধুরীর কথা বলার মতো কোনও মুখ নেই। গর্বের সঙ্গে ২০২১ সালে শূন্য পেয়েছিলেন। আবারও কৃতিত্বের সঙ্গে শূন্যতে ফিরে গেলেন। সাগরদিঘির (Sagardighi) বিধায়ক বায়রন বিশ্বাসের (Bayron Biswas) তৃণমূলে যোগদান প্রসঙ্গে এভাবেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণাল এদিন সাফ জানান, বায়রন খুব খোলাখুলি বলেছেন, তৃণমূলের ভোটে তিনি জিতেছেন এবং তিনি তৃণমূল পরিবারের (TMC) তাই তিনি ফিরে এসেছেন। মানুষ যা ঠিক করেছেন তাই হয়েছে। এরপরই অধীর চৌধুরীকে কটাক্ষ করে কুণাল আরও বলেন, ২০২১ সালে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার চেষ্টায় নেমে পড়ে কংগ্রেস। প্রথম থেকেই বিজেপির (BJP) যাতে সুবিধা হয়ে যায় সেই চেষ্টাই করেছে কংগ্রেস (Congress)।

উল্লেখ্য, সোমবার সাগরদিঘির বিধায়ক বায়রন তৃণমূলে যেতেই বিস্ফোরক দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের হাতে একটি মাত্র আসন ছিল, সেটিও হাত থেকে বেরিয়ে যেতে এদিন ক্ষোভ উগরে দেন তিনি। অধীরের অভিযোগ, মানুষের রায় ছিল, কিন্তু বায়রন মানুষের রায়কে পদাঘাত করল। নানা ধরনের মন্তব্য থেকে পরিষ্কার এই পরাজয় মেনে নিতে পারেনি। তৃণমূল সাগরদিঘিতে হেরে যাওয়ার পর থেকেই মানুষকে বিভ্রান্ত করেছে। বায়রনকে দলে ফিরিয়ে আনতে একাধিকবার চেষ্টা হয়েছে।

তবে এদিন অধীর আরও বলেন, মীরজাফরের থেকেও মানুষের সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা করেছেন বায়রন। তবে একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, বায়রনকে ভয় দেখিয়েই দলে টেনেছে তৃণমূল৷ তৃণমূলকে টার্গেট করে তাঁর মন্তব্য, বায়রন সম্পর্কে আমার আগেও কোনও খারাপ ধারণা ছিল না, এখনও নেই। পাশাপাশি আগামী দিনে বায়রনের থেকেও আরও ভালো প্রার্থী কংগ্রেস ওই এলাকা থেকে তুলে আনবে বলে জানিয়েছেন অধীর।

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...