Monday, May 12, 2025

ব্রিকস সম্মেলনে চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা জয়শংকরের

Date:

Share post:

ব্রিকস(BRICS) সম্মেলনে যোগ দিচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর(S Jaishankar)। দক্ষিণ আফ্রিকায় বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা এই সম্মেলনের ফাঁকেই চিনের(China) বিদেশ মন্ত্রী কিন গ্যাং-এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের বিদেশ মন্ত্রী। পাশাপাশি রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করার কথা তাঁর।

গত ডিসেম্বর মাসেই চিনের বিদেশ মন্ত্রীর দায়িত্বে পেয়েছেন কিং গ্যাং। তারপর থেকে এখনও পর্যন্ত তাঁর সঙ্গে দুটি পার্শ্ববৈঠক হয়েছে জয়শংকরের। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয়বারের জন্য চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের বিদেশ মন্ত্রী। উল্লেখ্য, কয়েকদিন আগেই নাম না করে চিনকে বিঁধেছিলেন জয়শংকর। তিনি জানিয়ে দেন, যখন কোনও দেশ আইনি বাধ্যবাধকতাকে অসম্মান করে অথবা দীর্ঘকালীন চুক্তি লঙ্ঘন করে তখন তাদের বিশ্বাসযোগ্যতা তুমুলভাবে ধাক্কা খায়। কোনও দেশের নাম না করলেও তিনি যে বেজিংকেই তোপ দেগেছেন তা পরিষ্কার। এই পরিস্থিতির মাঝে চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রীর এই বৈঠক যে তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, আগামী ১ ও ২ জুন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে হতে চলেছে ব্রিকস সম্মেলন। এখানে অংশগ্রহণকারী দেশ হিসেবে বৈঠক করবে ভারত, চিন (China), ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, রাশিয়ার বিদেশমন্ত্রীরা। সেই বৈঠকের সময়ই পার্শ্ববৈঠকে বসতে পারে ভারত-চিন ও ভারত-রাশিয়া।

spot_img

Related articles

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...