Sunday, November 9, 2025

তাপপ্রবাহের জের, স্কুলে গরমের ছুটি বাড়ল আরও ১০দিন: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তীব্র গরম। চলছে তাপপ্রবাহ। এই কারণে রাজ্যের সরকারি স্কুলে গরমের ছুটি আরও ১০দিন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, প্রবল গরম। আবহাওয়া দফতরের বিভিন্ন জেলায় তাপ প্রবাহের পূর্বাভাসের দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে স্কুলের ছুটির মেয়াদ ১০দিন বাড়ানো হল। গরমের ছুটির পর আগামী ৫ জুন মাধ্যমিক এবং ৭ জুন মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুল খোলার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুটি ক্ষেত্রেই স্কুল খুলবে ১৬ জুন। বেসরকারি স্কুলগুলির কাছেও এই আবেদন জানানো হয়।

মঙ্গলবার জানানো হয়, ৫ জুন থেকে খুলবে রাজ্যে সরকারি স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। প্রাথমিক স্কুল খুলবে ৭ জুন থেকে। মঙ্গলবার, মধ্য শিক্ষা পর্ষদের (Madhya Shiksha Parshad) চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানায় শিক্ষা দফতর। ২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি (Vacation) পড়ার কথা ছিল। কিন্তু তীব্র দহনের জেরে মুখ্যমন্ত্রীর নির্দেশে ২ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হয়েছিল। সেই সময় সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। এদিকে, পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। এবার ৫ তারিখ থেকে স্কুল খুলবে কি না, সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চায় পর্ষদ। কারণ, পর্ষদের কাছে স্কুল খোলার তারিখ জানতে চাইছে স্কুল কর্তৃপক্ষ। মাঝে কদিন বৃষ্টি হলেও, আপাতত সেই সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে সোমবার থেকে সরকারি স্কুল খুলবে কি না তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। শিক্ষা দফতর জানায় সোমবার থেকেই ধাপে ধাপে খুলবে স্কুল। কিন্তু বুধবার, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন ১৫জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সরকারি স্কুল। এই বিষয়ে বেসরকারি স্কুলের কাছেও আবেদন জানিয়েছে রাজ্য সরকার।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...