Saturday, August 23, 2025

ট্রেন বাতিলে বাড়ছে বিক্ষো.ভ, উদ্বি.গ্ন মুখের ভিড় হাওড়া ও শালিমারে

Date:

Share post:

স্বজনহারার কান্নায় ভিজেছে বালেশ্বর (Balasore)। পুরী তীর্থ দর্শনে যাওয়ার পথ বন্ধ, ফিরে যেতে হয়েছে হতাশ মুখে। কত মানুষের মৃত্যু , কতজন আহত একরাশ প্রশ্নের মুখে দাঁড়িয়ে হাওড়া ও শালিমার স্টেশন(Howrah and Shalimar Station)। কেউ চিকিৎসা করাতে যাচ্ছিলেন, কেউবা পরিবারের সঙ্গে দারুন সময় উপভোগ করতে বেড়াতে যাওয়ার প্ল্যানিং করেছিলেন। একটা দুর্ঘটনায় বদলে গেছে পুরো ছবি। কারও বাবা, কারও সন্তান, কারও বা স্ত্রী ছিলেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে। সারা রাত দুচোখের পাতা এক করেননি কেউই। কারোর আবার জরুরী চিকিৎসা করতে যাওয়ার ছিল, কিন্তু ট্রেন বাতিলের জেরে সবটাই বিশ বাঁও জলে । শুক্রবার সন্ধ্যার পর থেকে ঘড়ির কাঁটার সঙ্গে লাফিয়ে লাফিয়ে উদ্বেগ বেড়েছে । একই ছবি শনিবার সকালেও।

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার (Coromandel Express derailed)খবর ছড়িয়ে পড়তে তড়িঘড়ি রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ পর্যবেক্ষক টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে। গতকাল থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে রেলের তরফ থেকে সমস্যার মধ্যে পড়া যাত্রীদের জন্য কোনও বিকল্প পথ খোঁজা হয়নি বলে উঠছে অভিযোগ। হাওড়া এবং শালিমারে ভিড় রয়েছে পরিযায়ী শ্রমিকদেরও। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ প্রতিদিন হাওড়া থেকে ট্রেনে করে দক্ষিণে যান। মূলত বাংলা থেকে দক্ষিণে যাওয়ার জন্য করমণ্ডল এক্সপ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন। কিন্তু একের পর এক ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। বাংলাদেশ থেকে আসা বহু মানুষ হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে দক্ষিণে চিকিৎসা করাতে যান। গতকাল সারারাত স্টেশনেই কাটাতে হয়েছে তাঁদের, বিকল্প ব্যবস্থা এখনও হয়নি। রেল সূত্রে খবর কিছু ট্রেন ঘুরপথে চালানোর চেষ্টা হচ্ছে , পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হয়েছে। কিন্তু দুর্ঘটনার জেরে এই রুটের প্রায় সমস্ত ট্রেনই বাতিল হয়ে গিয়েছে । স্টেশনে অপেক্ষারত যাত্রীরা বলছেন রেলের তরফ থেকে স্পষ্টভাবে কিছুই জানানো হচ্ছে না এবং অসহযোগিতার অভিযোগ আনছেন তাঁরা।

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...