Monday, November 10, 2025

শতাব্দীর সবচেয়ে বড় রেল দু.র্ঘটনা: যোগাযোগ ব্যবস্থায় গল.দের অভিযোগ মুখ্যমন্ত্রীর, আর্থিক সাহায্য ঘোষণা

Date:

Share post:

শতাব্দীর সবচেয়ে বড় রেল দুর্ঘটনা। শনিবার, বেলা সাড়ে ১২টা নাগাদ বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছেই একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে রেলের (Rail) যোগাযোগ ব্যবস্থায় গলদের অভিযোগ তোলেন তিনি। রেলমন্ত্রীর অশ্বিনী বৈষ্ণবকে (Aswani Baishnav) পাশে নিয়েই প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘কিছু একটা নিশ্চয়ই হয়েছে। সঠিক তদন্ত করা হোক।’’ দুর্ঘটনাগ্রস্ত বাংলার মানুষদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা।

দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রথমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ট্রেন দুর্ঘটনায় বাংলার বহু মানুষ মারা গিয়েছে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, রেলমন্ত্রী থাকাকালীন, তিনি অনেক সুরক্ষা ব্যবস্থা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, অ্যান্টি কলিশন ডিভাইস কেন কাজ করেনি? এরপরেই রেলের যোগাযোগ ব্যবস্থায় গলদের অভিযোগ তোলেন মমতা। একই সঙ্গে তিনি জানান, যেহেতু তিনি রেলমন্ত্রী হিসেবে কাজ করেছেন, সেই কারণে তিনি রেলওয়ে পরিবারেরই একজন। সুতরাং, তদন্তের কাজে রেল চাইলে তিনি সাহায্য করবেন।

মুখ্যমন্ত্রী জানান, সামান্য আহতরা অনেকেই বাংলায় ফিরে গিয়েছেন। গুরুতর আহতদের জন্য তিনি অ্যাম্বুল্যান্স ও চিকিৎসক দল পাঠিয়েছেন। এছাড়াও বালেশ্বরের হাসপাতালে জায়গা না হলে, আহতদের কলকাতায় এনে চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। যে কামরাগুলি এখনও সরানো যায়নি, সেগুলি সরালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:ভুল তথ্যে বিভ্রা.ন্তির চেষ্টা! দুর্ঘ.টনায় কাঠগড়ায় রেলের ‘অপদার্থতা’


 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...