Wednesday, August 27, 2025

তাপপ্রবাহে পুড়বে দার্জিলিং সহ দক্ষিণের একাধিক জেলা! বৃষ্টি কবে?

Date:

Share post:

গত এপ্রিলেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দক্ষিণবঙ্গে। তারপর সাময়িক স্বস্তি মিললেও ফের মে মাসের শেষে চড়চড়িয়ে বাড়তে থাকে তাপমাত্রা। তবে জ্যেষ্ঠ্যের দাবদাহে রীতিমত পুড়ছে বাংলা। বৃষ্টির লেশমাত্র নেই। উলটে ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে তো বটেই, জুনের প্রথম সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও।এমনকি দার্জিলিং-এও তাপপ্রবাহের পরিস্থিতি তোইরি হতে পারে বলে জানান হয়েছে।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ হতে পারে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সোমবার থেকে এই জেলাগুলি ছাড়াও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরেও। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গে। কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে রবিবার দক্ষিণের তিন জেলায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রবিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, উত্তরের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে রবিবার থেকে আগামী পাঁচ দিন তাপপ্রবাহ হতে পারে। সোমবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়িতেও। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিঙের সমতল এলাকায় কোথাও কোথাও তাপপ্রবাহ হতে পারে। অর্থ্যাত দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপপ্রবাহে পুড়বে বাংলা।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...