Friday, January 9, 2026

কর্নাটক জয়ে গলায় আত্মবিশ্বাসের সুর! বিজেপিকে নিশ্চিহ্ন করার হুঁ.শিয়ারি রাহুলের

Date:

Share post:

আসন্ন চার রাজ্যের নির্বাচনে এবার বিজেপিকে (BJP) নিশ্চিহ্ন করে দেবে কংগ্রেস (Congress)। এবার আত্মবিশ্বাসের (Confidence) সুরে বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্প্রতি কর্নাটকের (Karnata) বিপুল জয় এবং সরকার গঠন বাড়তি অক্সিজেন দিয়েছে জাতীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে যাওয়া কংগ্রেসকে। আর সেই আত্মবিশ্বাসে ভর করেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন সোনিয়া তনয়।

উল্লেখ্য, চলতি বছরের শেষেই তেলেঙ্গানা (Telegana), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), ছত্তিশগড় (Chattisgarh) ও রাজস্থানের (Rajasthan) নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখেই রাহুল গান্ধী বলেন, কর্নাটকের মতোই এই চার রাজ্যে জিতবে কংগ্রেস (Congress)। প্রাক্তন কংগ্রেস সভাপতির কথায়, “কর্ণাটকে আমরা বিজেপিকে শুধু হারাইনি। নিশ্চিহ্ন করে দিয়েছি। এরপর তেলেঙ্গানাতেও (Telangana) কংগ্রেস বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে। তবে এই চার রাজ্যে নির্বাচনের পর আর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে জয় নিয়ে রাহুল আগেও আত্মবিশ্বাস দেখিয়েছেন।

তবে কর্নাটক নির্বাচনের আগে কিন্তু এতটা আত্মবিশ্বাসী দেখায়নি রাহুলকে। পাশাপাশি রাজস্থান ও তেলেঙ্গানা নিয়েও এভাবে জয়ের দাবি আগে করতে পারেনি কংগ্রেস। যদিও তেলেঙ্গানায় কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী যে বিজেপি নয় বিআরএস তা স্পষ্ট করে দিয়েছেন রাহুল। রাহুল সাফ জানান, কর্ণাটকে আমরা বিজেপিকে নিশ্চিহ্ন করে দেখিয়েছি। তবে শুধু কংগ্রেস বিজেপিকে হারাবে না। বিজেপিকে হারাবে এই চার রাজ্যের মানুষ। দেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি যেভাবে ঘৃণা ছড়াচ্ছে, সেই ঘৃণা নিয়ে কোনওভাবেই এগিয়ে যাওয়া যায় না।

তবে এই প্রথম নয়, এর আগেও লোকসভা নির্বাচন (Lok Sabha Election) নিয়েও বড় দাবি করেছেন রাহুল। ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে ২০২৪-এ কংগ্রেসের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে রাহুল দাবি করেছেন, আমার মনে হয় পরবর্তী নির্বাচনে কংগ্রেস খুব ভাল ফল করবে। সবাইকে চমকে দেবে।

 

 

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...