Tuesday, August 26, 2025

করমণ্ডল দু.র্ঘটনা ইস্যুতে মৌনতা ভঙ্গ! রেলমন্ত্রী হিসাবে পদত্যাগের কারণ খোলসা করলেন নীতীশ

Date:

Share post:

“আমি যখন রেলমন্ত্রী (Rail Minister) ছিলাম, তখন পশ্চিমবঙ্গে এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তখনই আমি প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে (Atal Bihari Vajpaiyee) অনুরোধ করেছিলাম, তিনি যেন আমার পদত্যাগপত্র গ্রহণ করেন। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন জেডি (ইউ) সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।  উল্লেখ্য, নীতীশ কুমার যখন রেলমন্ত্রীর কুর্শিতে ছিলেন সেই সময় ১৯৯৯ সালে ঘটে যায় ভয়াবহ গাইসাল দুর্ঘটনা (Gaisal Train Accident)। আর তারপর কেটে গিয়েছে অনেকগুলি বছর। আবার সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরে এসেছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায়। আর এমন ভয়াবহ দুর্ঘটনার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে সরব সব মহল। আর এমন পরিস্থিতিতে নিজে রেলমন্ত্রী থাকাকালীন গাইসাল দুর্ঘটনার পরেই তিনি ঠিক কী সিদ্ধান্ত নিয়েছিলেন সেকথাই মনে করিয়ে দেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী।

তবে এদিন এখানেই থেমে থাকেননি নীতীশ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আগে তো রেল বাজেট আলাদাভাবে পেশ করা হত। আর বর্তমান সরকার এসে রেল বাজেট বাতিল করে দিয়েছে। তবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnav) এখনই পদত্যাগ (Resign) করা উচিত কিনা, তা নিয়ে এখনই মন্তব্য করা উচিত নয় বলে মন্তব্য করেন নীতীশ। উল্লেখ্য, কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সোমবারই এই ঘটনায় কেন্দ্র সরকারকে একহাত নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাশাপাশি কেন্দ্রীয় রেলমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত কিনা সে বিষয়ে মুখ খুলতে চাননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এবার সেই পথে হাঁটলেন বিহারের মুখ্যমন্ত্রীও।

উল্লেখ্য, বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ। এই ঘটনাকে ‘শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন নীতীশও। তবে রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত কিনা, তা নিয়ে মুখ খুলতে চাননি তিনি।

 

 

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...