ওড়িশার বালাসোরে ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় বিপর্যস্ত বাংলা। কারণ, অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসের সিংহভাগ যাত্রী এই রাজ্যের। মৃত, আহত, নিখোঁজ যাত্রীদের মধ্যে বেশিরভাগ বাংলার। এমন সঙ্কটজনক পরিস্থিতিতে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী প্রথমদিন থেকে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। উদ্ধারকাজ হোক কিংবা ক্ষতিপূরণ, চিকিৎসা, সবকিছুই নিজে তদারকি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্জিলিংয়ে কর্মসূচি থাকলেও তা বাতিল করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃবিমানে বো*মা! উত্তেজনা ছড়াল কলকাতা বিমানবন্দরে

সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ, মঙ্গলবার ভুবনেশ্বর-কটক যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালাসোরে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতেই ওড়িশায় যাবেন মুখ্যমন্ত্রী। কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি নিউরোসার্জারি ও অর্থোপেডিক বিভাগে এই মুহূর্তে বাংলার ৫৩ জন চিকিত্সাধীন। এদের মধ্যে ৩০ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ৮ জন রয়েছেন আইসিইউতে!
ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। মমতা বন্দ্যোপাধ্যায় চিকিত্সাধীন ব্যক্তিদের খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন। চিকিৎসার সমস্ত দায়িত্ব নেবে পশ্চিমবঙ্গ সরকার। ফেরার পথে যেতে পারেন মেদিনীপুর মেডিক্যালেও। সেখানেও অনেক জখম যাত্রী চিকিৎসাধীন।
