বিমানে বো*মা! উত্তেজনা ছড়াল কলকাতা বিমানবন্দরে

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক। ব্রিটেনগামী কাতার এয়ারওয়েজের বিমানে যাত্রীর চিৎকারে গোটা বিমানে আতঙ্ক ছড়ায় । সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। বিমান খালি করে চলছে তল্লাশি। আনা হয়েছে পুলিশ কুকুর। বোমাতঙ্কের জেরে রাত তিনটে থেকে বিমানবন্দরেই দাঁড়িয়ে বিমানটি। বিমানে বোমা আছে খবর ছড়ানোর পরেই হুলস্থূল বেঁধে যায় কলকাতা বিমানবন্দরে।

আরও পড়ুন:লোকসভা ভোটে বিজেপির কপালে অশেষ দুঃখ! দাবি খোদ RSS মুখপত্রে

বিমানবন্দর সূত্রের খবর, রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। বোমাতঙ্কের জেরে রাত তিনটে থেকে বিমানবন্দরেই দাঁড়িয়ে বিমানটি। তবে এখনও কোনও সন্দেহজনক বস্তুর সন্ধান মেলেনি।
পুলিশের অনুমান, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ। কেন তিনি বোমা আছে বলে চিৎকার করলেন তা জানার চেষ্টা করছে সিআইএসএফ ।ওই যাত্রীকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, বিমানের অন্য এক যাত্রী তাঁকে জানিয়েছেন যে, বিমানে বোমা রাখা আছে। ওই যাত্রী ব্রিটিশ নাগরিক। তাঁর বাবাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছে, তাঁর ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত।

Previous articleলোকসভা ভোটে বিজেপির কপালে অশেষ দুঃখ! দাবি খোদ RSS মুখপত্রে
Next articleআজ কটক-ভুবনেশ্বরের হাসপাতালে মুখ্যমন্ত্রী, অসহায় পরিবারের পাশে মমতা