Friday, August 22, 2025

অনুরাগ ঠাকুরের সঙ্গে কুস্তিগিরদের বৈঠক, ব্রিজভূষণকে গ্রেফ.তারের দাবি

Date:

Share post:

মঙ্গলবার রাতেই কুস্তিগিরদের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র সরকার (Central Government)। গতকাল রাত পৌনে একটা নাগাদ টুইট করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Central Sports Minister Anurag Thakur)। তিনি জানান সরকার আলোচনায় বসতে প্রস্তুত। সেইমতো বুধবার সকাল থেকেই অনুরাগের বাড়িতে এক এক করে পৌঁছে যান বজরং পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিকেরা (Sakshi Malik)। এদের সঙ্গে ছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েতও। দীর্ঘক্ষণ বৈঠকের পর জানা যায় মোট পাঁচটি দাবি জানিয়েছেন কুস্তিগিররা। যার মধ্যে অন্যতম ব্রিজভূষণকে গ্রেফতারের দাবি, পাশাপাশি জাতীয় কুস্তি সংস্থায় মহিলা প্রধান নিয়োগ করার কথাও বলা হয়েছে। এরমাঝেই জানা যাচ্ছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)নাকি ফোন করে কুস্তিগিরদের দ্বিতীয় বার আলোচনা করার অনুরোধ করেছিলেন।

বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা বলছেন মূলত পাঁচটি দাবি জানানো হয়েছে-

১) সংস্থার মাথায় মহিলা প্রধান নিয়োগ করতে হবে।
২) জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে।
৩) ব্রিজভূষণ এবং পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে না পারেন।
৪) নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে যাওয়ায় কুস্তিগিরদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ জানানো হয়েছে তা খারিজ করতে হবে।
৫) ব্রিজভূষণকে (Brij Bhushan Sharan Singh) গ্রেফতার করতে হবে।

গতকাল ব্রিজভূষণের বাড়িতে হানা দিয়েছিল দিল্লি পুলিশ (Delhi Police)। কুস্তিকর্তার উত্তরপ্রদেশের বাড়িতে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখনও পর্যন্ত মোট ১৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সেই সময় আবার একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন বজরং পুনিয়া। তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে এক দফা বৈঠকের কথা বলেন বলে জানা যায়। কিন্তু গোপনে বৈঠক কেন? অমিতের অনুরোধের পরে বজরং পাল্টা বলেন, গোপনে আর তাঁরা কোনও বৈঠক করতে রাজি নন। এর পরেই অনুরাগ টুইট করেন। তারপর আজ বুধবার আলোচনা। যদিও এই পাঁচদফা দাবিকে কতটা মান্যতা দিল কেন্দ্র সেটা পরিস্কার নয়।

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...