Sunday, January 18, 2026

ফরাসি ওপেনে ফের ফিরল টেনিসের হারানো শিল্প ‘ড্রপ শট’

Date:

Share post:

ফরাসি ওপেনে ফের দুই খেলোয়াড়ের হাত ধরে ফিরে এল ড্রপ শট।তাঁরা হলেন বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ এবং ওন্স জাবেউর।কোনও খেলোয়াড় বিপক্ষের কোর্টের ওপারে এমন শট মারেন, যা পড়ে নেটের একদম সামনে। ফলে বিপক্ষ খেলোয়াড়ের পক্ষে রিটার্ন করা দুরূহ হয়ে ওঠে। সাম্প্রতিক কালে খেলোয়াড়েরা বেসলাইন থেকে ড্রপ শট মেরে দিচ্ছেন, যা অবাক করেছে বিশেষজ্ঞদের।

সোমবার বার্নার্দা পেরার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচ ছিল জাবেউরের। পেরা পিছিয়ে ছিলেন ০-৩ গেমে। বাঁহাতি জোরালো সার্ভ করে বেকায়দায় ফেলতে চেয়েছিলেন জাবেউরকে। বেসলাইনে থাকা জাবেউরের নাগালেই ছিল বল। প্রথমে মনে হয়েছিল তিনি সপাটে রিটার্ন মারবেন। কিন্তু আচমকা থমকে গিয়ে আড়াআড়ি র‌্যাকেট চালান। বল নেটের ওপারে এমন ভাবে পড়ে, যার নাগাল পাওয়া পেরার সাধ্য ছিল না। তিনি চেষ্টাও করেননি। লোরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে আলকারাজও একই জিনিস দেখান। শক্তিশালী সার্ভ রিটার্ন করেন ব্যাকহ্যান্ডে। নিখুঁত ড্রপ শটের উত্তর খুঁজে পাননি মুসেত্তি।

আধুনিক যুগের টেনিসে শারীরিক ভাবে শক্তিশালী খেলোয়াড়ের ভিড়। সে কারণে ড্রপ শট ধীরে ধীরে লুপ্তপ্রায় হয়ে গিয়েছে। সার্ভিসের ক্ষেত্রে বেসলাইন থেকে সজোরে রিটার্ন দেওয়াই এখন নিয়ম। ড্রপ শট ব্যবহার করা হয় মূলত কোনও র‌্যালি দ্রুত শেষ করার ক্ষেত্রে।সুরকির কোর্টে ড্রপ শটের জনপ্রিয়তা আরও কমেছে। এখানকার ধীরগতির এবং পিচ্ছিল কোর্টে বল বেশি বাউন্স করে।আলকারাজ এবং জাবেউর, দু’জনেরই প্রিয় কোর্ট সুরকির।ড্রপ শটকে তাঁরা এখন কাজে লাগাচ্ছেন পয়েন্ট পাওয়ার অন্যতম অস্ত্র হিসাবে।

শক্তিশালী আলকারাজের কাছে ড্রপ শট খেলা বেশ সহজ। কোনও একটি রিটার্নের সময় ‘টপস্পিন’ দিয়ে তার পরেই এমন একটি রিটার্ন মারেন, যা বিপক্ষকে বেসলাইন থেকেও অনেকটা পিছিয়ে দেয়। পরের শটটিই থাকে ড্রপ শট।

ড্রপ শটের রিটার্ন করা যেমন শারীরিক ভাবে কঠিন, তেমনই মানসিক ভাবেও। ইদানীং খেলোয়াড়েরা সার্ভ রিসিভ করার সময় বেসলাইনের অনেকটা পিছনে দাঁড়িয়ে থাকেন, যাতে রিটার্ন করা সহজ হয়। এই জিনিস দেখে আলকারাজের মতো কিছু খেলোয়াড় নিজেদের অবস্থানের হেরফের করে বিপক্ষকে ফাঁদে ফেলেন। শুধু সার্ভ এবং ভলি নয়, ড্রপ শটের ব্যবহার করে আলকারাজ বিপক্ষকে ফাঁদে ফেলার চেষ্টা করেন।

জাবেউরের কাছে আলকারাজের মতো শারীরিক শক্তি নেই। কিন্তু তাঁর রয়েছে বৈচিত্র। মাঝেমাঝে বিপক্ষকে গোটা কোর্টে দৌড় করান। আচমকা ড্রপ শট দিয়ে র‌্যালি শেষ করে পয়েন্ট জেতেন। জাবেউরের আরও একটা বিশেষত্ব হল, তিনি কোর্টের যে কোনও জায়গা থেকে ড্রপ শট মারতে পারেন।

আলকারাজ এবং জাবেউরের খেলার কৌশলে পার্থক্য থাকলেও একটি ব্যাপারে মিল রয়েছে। ড্রপ শট শুধুমাত্র র‌্যালি শেষ করতে বা বিপক্ষের ছন্দ নষ্ট করতে ব্যবহার করেন না, পয়েন্টও কেড়ে নেন। মুসেত্তির বিরুদ্ধে আলকারাজের ১৮টি ড্রপ শটের মধ্যে সাতটি ছিল ‘উইনার’। জাবেউরের ক্ষেত্রে, ১৪টি ড্রপ শটের মধ্যে ১০টি ছিল ‘উইনার’।

সবচেয়ে বেশি ফরাসি ওপেন যাঁর দখলে রয়েছে, সেই রাফায়েল নাদাল কিন্তু ড্রপ শটের ভক্ত নন। তিনি বরং শক্তিশালী সার্ভ, টপস্পিন এবং শারীরিক দক্ষতার উপরে ভরসা রাখেন। নোভাক জোকোভিচ এই শট ব্যবহার করেন প্রতিপক্ষের ছন্দ নষ্ট করতে।এখানেই ব্যতিক্রমী আলকারাজ এবং জাবেউর।

spot_img

Related articles

বৈভবের ক্যাচ ফেরাল সূর্যকুমারের স্মৃতি, নেট দুনিয়ায় ভাইরাল কিশোরের কীর্তি

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শুরুতেই ছন্দে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশকে হেলায় হারিয়েছে ভারত। ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সকে ছাপিয়ে...

SIR-এর কাজের চাপে ব্রেনস্ট্রোকে আশঙ্কাজনক BLO! দাবি পরিবারের

ইনিউমারেশন ফর্ম বিলি, সংগ্রহের থেকেও যেন এসআইআর প্রক্রিয়ার (SIR hearing Process) শুনানি পর্বে অনেক বেশি মানসিক চাপের মধ্যে...

প্রথমবার লাইভে একসঙ্গে ‘দেশু’! সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা রাজ-পত্নীর 

'ধূমকেতু' সিনেমার মাধ্যমে দশ বছর পর বাংলা সিনেমার অন্যতম প্রিয়জুটির অন স্ক্রিন কামব্যাক দেখেছে সিনে প্রেমীরা। প্রমোশনের প্রয়োজনে...

সামান্য কমল তাপমাত্রা, কুয়াশার দাপট চলবে রাজ্যে

ছুটির সকালের শহরের সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ সামান্য নিম্নমুখী। উত্তুরে হাওয়া না থাকায় কনকনে অনুভূতি কম। তবে ভোরের দিকে...