ভয়ঙ্কর, মুম্বইয়ে লিভ ইন পার্টনারের দেহ টু*করো করে প্রেসার কুকারে সেদ্ধ!

মীরা রোডে আকাশগঙ্গা নামক একটি আপার্টমেন্টে গত তিন বছর ধরে লিভ ইন পার্টনার সরস্বতী বৈদ্যের সঙ্গে থাকতেন ৫৬ বছরের মনোজ সাহানি

মাঝে ব্যবধান মাত্র এক বছরের। গত বছর মে মাসে দিল্লিতে নৃশংস ভাবে খুন হয়েছিলেন শ্রদ্ধা ওয়াকার নামের এক তরুণী। শ্রদ্ধাকে খুন করেই আততায়ী ক্ষান্ত থাকেনি। নর পিশাচের মতো তাঁর দেহ টুকরো টুকরো করে তা ফ্রিজে ভরে রেখেছিল লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা। খুনের ভয়াবহতা, নৃসংশতায় আঁতকে উঠেছিল গোটা দেশ। ঠিক এক বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার মুম্বই। বাণিজ্য নগরীর মীরা রোডে এক ব্যক্তি তার লিভ ইন পার্টনারকে খুন করে গাছ কাটার ছুরি দিয়ে টুকরো টুকরো করে দেহ। তার পর তা প্রেসার কুকারে সেদ্ধ করা হয়।

জানা গিয়েছে মীরা রোডে আকাশগঙ্গা নামক একটি আপার্টমেন্টে গত তিন বছর ধরে লিভ ইন পার্টনার সরস্বতী বৈদ্যের সঙ্গে থাকতেন ৫৬ বছরের মনোজ সাহানি। এরই মাঝে গতকাল, বুধবার মুম্বইয়ের নয়ানাগর থানায় একটি ফোন আসে। এক ব্যক্তি বলেন আকাশগঙ্গা বিল্ডিংয়ে তাঁর পাশের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ফোন পেয়ে তড়িঘড়ি ফ্ল্যাটে পৌঁছায় পুলিশ। ঘরে ঢুকেই আঁতকে ওঠেন তাঁরা।

মুম্বইয়ের ডিসিপি জয়ন্ত বাজবালে জানান, পুলিশ গিয়ে দেখে এক মহিলার দেহ কেটে টুকরো টুকরো করা। ওই মহিলা এক ব্যক্তির সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে ওই মহিলাকে খুন করে তার দেহ টুকরো করে কাটা হয়েছে। নিহত সরস্বতী বৈদ্যের সঙ্গে থাকতেন ৫৬ বছরের মনোজ সাহানি। বরিভালিতে একটি দোকান চালান মনোজ। কোনও একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে প্রবল বাকবিতণ্ডা হয়। তার পরেই সরস্বতীকে খুন করা হয় বলে মনে করা হচ্ছে।