Friday, November 7, 2025

মন্দির চত্বরে কৃতিকে K.ISS ! ফের কটা.ক্ষের শি.কার ‘আদিপুরুষ’ 

Date:

Share post:

হাতে আর বাকি মাত্র এক সপ্তাহ, আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ওম রাউত (Om Raut) পরিচালিত রামায়ণের গল্প ‘ আদিপুরুষ ‘ (Adipurush)। সিনেমার টিজার থেকে ট্রেলার মুক্তি -সবেতেই তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি নির্মাতাদের তরফ থেকে বলা হয়েছে এই সিনেমা যে সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সেখানে একটি করে আসুন হনুমানের জন্য নির্ধারিত থাকবে। এই নিয়েও ব্যঙ্গ সমালোচনার মুখে পড়েছে আদিপুরুষ( Adipurush)। তবে এবার ধর্মীয় স্থানে গিয়ে যে কাণ্ড ঘটালেন পরিচালক এবং নায়িকা তাতে ধিক্কার দিচ্ছে নেটদুনিয়া। সৌজন্য বিনিময় করার নামে মন্দির চত্বরেই নায়িকাকে চুম্বন করলেন পরিচালক (Director kissed heroine)। তিরুপতির লর্ড ভেঙ্কটেশ্বর মন্দির (Lord Venkateshwar Temple) চত্বরে কৃতিকে (Kriti Sanon) চুম্বন করার ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Soçial Media)।

বাহুবলী অভিনেতা প্রভাসের (Prabhash) ‘আদিপুরুষ’ সিনেমা ঘিরে তাঁর অনুরাগীদের মধ্যে উন্মাদনা রয়েছে। যদিও সিনেমার লুক প্রকাশ্যে আসতেই রাম, সীতা, রাবণ প্রত্যেকের চরিত্রায়ন নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। কিন্তু এবার পরিচালক যে কান্ড ঘটালেন তাতে গর্জে উঠলেন স্বয়ং মন্দিরের পুরোহিত। সামনেই ছবি মুক্তি তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রমোশনের কাজ। বুধবার ‘আদিপুরুষ’ ছবির টিম গিয়েছিলেন তিরুপতির লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরে। সেই মন্দির চত্বরের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মন্দির থেকে বেরিয়ে আসার পর বিদায় জানানোর আগে ওম রাউত কৃতির গালে চুম্বন করেছিলেন। তারপরই হৈচৈ শুরু হয়।মন্দিরের প্রধান পুরোহিত বলেন, “এটি একটি নিন্দনীয় কাজ। একজন স্বামী-স্ত্রীও সেখানে একসঙ্গে যান না। আপনি হোটেলের ঘরে গিয়ে এটি করতে পারেন। আপনার আচরণ রামায়ণ ও দেবী সীতাকে অপমান করার মতো।”

টি সিরিজ ও ইউভি ক্রিয়েশনস দ্বারা প্রযোজিত এই ছবিটি ভারতীয় মহাকাব্য রামায়ণের একটি নতুন পুনরাবৃত্তি যা IMAX এবং 3D ফরম্যাটে উপস্থাপিত হতে চলেছে আগামী ১৬ তারিখ। ছবি রিলিজ হবার আগে বিতর্ক সমালোচনা এখন বলিউডের গা সওয়া হয়ে গেছে। এবার মুক্তির আগে তৈরি হওয়া এত বিতর্ক আদিপুরুষ সিনেমার জন্য কতটা মঙ্গলজনক জায়গা তৈরি করে, বা আদৌ এসবের কোনও প্রভাব দর্শকের মনে পড়ছে কিনা সেটাই দেখার।

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...