Wednesday, November 12, 2025

কেরালার এই গোলরক্ষককে নিতে ঝাঁপাল লাল-হলুদ :সূত্র

Date:

Share post:

আসন্ন মরশুমের জন‍্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। দলবদলে চমক আনছে লাল-হলুদ ক্লাব। একের পর এক ব্যর্থতা। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। ইমামি কর্তারা বারেবারে প্রতিশ্রুতি দিয়েছেন ভালো দল গড়ার। দলবদলের শুরুর দিকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে ইমামি কর্তাদের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছিল। তবে দফায় দফায় আলোচনার মাধ্যমে এই সমস্যা এখন কিছুটা কেটে গিয়েছে। বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। কিছুদিন আগেই গত বছরে খেলা ১১ জন ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে নতুন মরশুমের জন্য ইতিনধ্যেই বেশ কয়েকজন তারকা ফুটবলারকে সই করিয়ে ফেলেছে লাল-হলুদ। তবে এখনও বেশকিছু জায়গায় কিছু তারকা ফুটবলারদের সঙ্গে কথাবার্তা বলছেন তাঁরা। আর এর মধ্যেই শোনা যাচ্ছে, গোলরক্ষক প্রভসুকান সিং গিলকে সই করাতে চাইছে লাল-হলুদ ক্লাব। যদিও কিছুই এখনও চূড়ান্ত নয়। সরকারি ভাবে কোনও ফুটবলারের নাম ঘোষণা করা হয়নি।

গত মরশুমে কমলজিত সিং দারুণ খেললেও, আরও ভালো গোলরক্ষককে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। সেই জন্যই কেরালা ব্লাস্টার্সের এই গোলরক্ষককে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। ডিফেন্ডার মন্দার রাও দেশাইকেও সই করাতে চাইছে লাল-হলুদ ক্লাব। এফসি গোয়া থেকে ইস্টবেঙ্গলে আসতে পারেন তিনি। তবে সেক্ষেত্রে লড়াইয়ে রয়েছে ওড়িশা এফসি-ও। নতুন নিযুক্ত কোচ কার্লোস কুয়াদ্রাতের পরামর্শ মেনেই দল গঠনের কাজে হাত লাগিয়েছেন ইমামি ইস্টবেঙ্গলের কর্তারা।

এদিকে জানা যাচ্ছে, রহিম আলিকে লাল-হলুদ ক্লাব নেওয়ার জন্য আগ্রহ দেখালেও,আপাতত কিছুটা স্থিমিত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সুত্রের খবর, এর কারণ রহিমের ট্রান্সফার ফি। ২০২৪ পর্যন্ত চেন্নাইয়ান এফসির সঙ্গে চুক্তি রয়েছে রহিমের। এবং তাকে দলে নিতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে প্রায় ১ কোটি টাকা। আর জানা যাচ্ছে, এই বিশাল পরিমাণ ট্রান্সফার ফি-র কারনেই নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা।

আরও পড়ুন:ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসিকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল পিসিবি

 

 

spot_img

Related articles

গুজবের মুখে ছাই, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাতসকালেই বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র 

২৪ ঘণ্টা আগে এতক্ষণে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কিন্তু বলিউডের 'হি ম্যান' রোগ, শারীরিক অসুস্থতার ভিলেনকে পরাজিত...

চিকিৎসায় মিলেছে সাড়া, প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতি 

ভারতীয় বিনোদন জগতের হি-ম্যান ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেই বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) শারীরিক অসুস্থতার...

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...