Monday, August 25, 2025

গোষ্ঠীদ্ব*ন্দ্ব, নির্দল বরদাস্ত নয়, দলের মনোনীত প্রার্থীর জন্যই ঝাঁপাতে হবে, বার্তা তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। আজ, শুক্রবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন (Nomination)জমা দেওয়ার পর্ব।এক্ষেত্রে অনেকটাই সাবধানী শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) শীর্ষ নেতৃত্ব। গত ২৫ জুন থেকে পঞ্চায়েতে মানুষের পছন্দের মানুষকেই তৃণমূলের প্রার্থী করার জন্য জনসংযোগ যাত্রায় নেমেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যার পোশাকি নাম “তৃণমূলে নবজোয়ার” (Trinamoole NaboJowar)। ইতিমধ্যেই ১৭টি জেলা চষে ফেলেছেন অভিষেক। বাকি দুই ২৪ পরগনা। কোচবিহার থেকে যে যাত্রা শুরু করেছিলেন ১৬জুন কাকদ্বীপ তা শেষ করবেন। এরই মাঝে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা।

ভোটের ঢাকে কাঠি পড়তেই জেলায় জেলায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা, দলের বেছে নেওয়া প্রার্থীকেই মেনে নিতে হবে সকলকে। দল অনেক বড়। তাই দলের মনোনীত কোনও প্রার্থীকে ব্যক্তিগতভাবে কারও কারও পছন্দ না হলেও তাঁকেই মেনে নিতে হবে। দলের প্রার্থীর জন্যই ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়। অভিমান করে নির্দল হয়ে দাঁড়ালে কড়া ব্যবস্থা নেবে দল। শুধু তাই নয়, সূত্রের খবর পঞ্চায়েত ভোটকে অশান্তি এড়াতে গঠন করা হতে পারে বিশেষ কমিটি। বুথস্তর পর্যন্ত যোগাযোগ রাখবেন সেই কমিটির সদস্যরা।

তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের কাজ কার্যত শেষ। দলের তরফে ত্রিস্তর পঞ্চায়েতে প্রার্থীর নাম প্রতিটি জেলা নেতৃত্বকে পাঠিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট জেলা নেতৃত্ব প্রার্থীদের নাম ঘোষণা করবে। তারপরই শুরু হবে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন পেশ।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...