Saturday, November 15, 2025

হরিয়ানার ছায়া এবার তামিলনাড়ুতে, বিজেপির সঙ্গ ত্যাগের ইঙ্গিত AIADMK-এর

Date:

Share post:

হরিয়ানার পর এবার তামিলনাড়ুতে চরম আকার নিল বিজেপির শরিকি কোন্দল। সরাসরি এনডিএ জোট ছাড়ার হুঁশিয়ারি দিলেন এনডিএর সবচেয়ে বড় জোটসঙ্গী AIADMK। সাম্প্রতিক সময়ে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ AIADMK। যার জেরেই সঙ্গত্যাগের সম্ভাবনা জোরালো হতে শুরু করেছে।

তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেন। যেখান থেকেই সমস্যার সূত্রপাত। এই বিজেপি নেতার নিশানায় ছিল খোদ AIADMK’র সবচেয়ে বড় আইকন জে জয়ললিতা। আন্নামালাই বলেছিলেন, জয়ললিতাকেও আয়ের অধিক সম্পত্তির জন্য দোষী সাব্যস্ত হতে হয়েছিল। সুতরাং তিনিও স্বচ্ছ রাজনীতিক নন। বিজেপি সভাপতির মন্তব্যে বেজায় চটেছে ‘আম্মা’র দল। AIADMK’র এক শীর্ষনেতা বলছেন, “বিজেপি বোধহয় চাইছে না আমরা ওদের সঙ্গে জোটে থাকি। এই আন্নামালাই কোনও দলের প্রদেশ সভাপতি হওয়ার যোগ্য নয়।” এআইএডিএমকের সাফ কথা, আন্নামালাইকে না সরালে জোট রাখা সম্ভব নয়।

উল্লেখ্য, ২০২১ সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে তামিলনাড়ু নির্বাচনে লড়াইয়ে নামে AIADMK। তবে গত মাস ছয়েক দুই দলের মধ্যে কোনোরকম সদভাব নেই। এই পরিস্থিতির মাঝেই বিতর্ক চরমে উঠল আন্নামালাইয়ের বক্তব্যে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির সঙ্গ ছেড়েছে নীতীশ কুমারের জেডিইউ, তার আগে উদ্ধব ঠাকরেও অমিত শাহদের সঙ্গ ছেড়েছেন। আপাতত NDA বলতে যে গুটিকয়েক বড় দলের উল্লেখ পাওয়া যায়, তারাও একে একে বিজেপির সঙ্গ ছাড়তে মরিয়া। এভাবে চলতে থাকলে ২০২৪-এ NDA’র অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠবে।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...