Tuesday, May 20, 2025

হরিয়ানার ছায়া এবার তামিলনাড়ুতে, বিজেপির সঙ্গ ত্যাগের ইঙ্গিত AIADMK-এর

Date:

Share post:

হরিয়ানার পর এবার তামিলনাড়ুতে চরম আকার নিল বিজেপির শরিকি কোন্দল। সরাসরি এনডিএ জোট ছাড়ার হুঁশিয়ারি দিলেন এনডিএর সবচেয়ে বড় জোটসঙ্গী AIADMK। সাম্প্রতিক সময়ে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ AIADMK। যার জেরেই সঙ্গত্যাগের সম্ভাবনা জোরালো হতে শুরু করেছে।

তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেন। যেখান থেকেই সমস্যার সূত্রপাত। এই বিজেপি নেতার নিশানায় ছিল খোদ AIADMK’র সবচেয়ে বড় আইকন জে জয়ললিতা। আন্নামালাই বলেছিলেন, জয়ললিতাকেও আয়ের অধিক সম্পত্তির জন্য দোষী সাব্যস্ত হতে হয়েছিল। সুতরাং তিনিও স্বচ্ছ রাজনীতিক নন। বিজেপি সভাপতির মন্তব্যে বেজায় চটেছে ‘আম্মা’র দল। AIADMK’র এক শীর্ষনেতা বলছেন, “বিজেপি বোধহয় চাইছে না আমরা ওদের সঙ্গে জোটে থাকি। এই আন্নামালাই কোনও দলের প্রদেশ সভাপতি হওয়ার যোগ্য নয়।” এআইএডিএমকের সাফ কথা, আন্নামালাইকে না সরালে জোট রাখা সম্ভব নয়।

উল্লেখ্য, ২০২১ সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে তামিলনাড়ু নির্বাচনে লড়াইয়ে নামে AIADMK। তবে গত মাস ছয়েক দুই দলের মধ্যে কোনোরকম সদভাব নেই। এই পরিস্থিতির মাঝেই বিতর্ক চরমে উঠল আন্নামালাইয়ের বক্তব্যে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির সঙ্গ ছেড়েছে নীতীশ কুমারের জেডিইউ, তার আগে উদ্ধব ঠাকরেও অমিত শাহদের সঙ্গ ছেড়েছেন। আপাতত NDA বলতে যে গুটিকয়েক বড় দলের উল্লেখ পাওয়া যায়, তারাও একে একে বিজেপির সঙ্গ ছাড়তে মরিয়া। এভাবে চলতে থাকলে ২০২৪-এ NDA’র অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠবে।

spot_img

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...