Monday, November 3, 2025

পুর নিয়োগ দু.র্নীতি মামলায় বহাল CBI তদন্তের নির্দেশ! বড় সিদ্ধান্ত হাইকোর্টের

Date:

Share post:

পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam) সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চও (Division Bench)। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) সিঙ্গল বেঞ্চ (Single Bench) আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। বিচারপতি সাফ জানিয়েছিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি আর পুর নিয়োগ দুর্নীতির মধ্যে সরাসরি যোগ রয়েছে, আর সেকারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়েই এই মামলার তদন্ত করাতে হবে। আর সেই নির্দেশকে মান্যতা দিয়েই বৃহস্পতিবার একই পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চেরও।

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য। সেই মামলাতেই এদিন রায় দিল হাইকোর্ট। প্রথম পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে অয়ন শীল গ্রেফতার হওয়ার পর। সেই মামলায় প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশে সেই মামলার বেঞ্চ বদল হয়। এরপর মামলা গড়ায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনিও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সিবিআই কেন এই মামলার তদন্ত করবে? তা নিয়ে ওঠে বিস্তর প্রশ্ন। পাশাপাশি পুরসভায় সিবিআই তল্লাশির সময় আধিকারিকদের হেনস্থা করা হয়েছে বলেও দাবি করেছিলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

 

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘পুরসভা ও শিক্ষা দফতর, রাজ্যের অধীন দুটি জায়গাতেই একই ধরনের দুর্নীতি হয়েছে। যা পরস্পরের সঙ্গে যুক্ত। এদিন সিঙ্গল বেঞ্চের রায় যুক্তিযুক্ত ছিল বলেও উল্লেখ করেছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এদিন আদালত সাফ জানিয়েছে এই দুর্নীতি অসৎ উপায়ে টাকা ইনকামের একটা উপায়। এর প্রভাব জনসাধারণের উপর পড়েছে। তাই সিবিআই ছাড়া অন্য কাউকে দিয়ে কোনও তদন্ত সম্ভব নয় বলে স্পষ্ট করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

 

 

spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...