Thursday, December 18, 2025

শিশুর জন্মে প্রয়োজন নেই শু.ক্রাণু-ডি.ম্বাণুর! চিরকালীন ফর্মুলা ভেঙে নয়া দিগন্ত

Date:

Share post:

শুক্রাণু (Sperm), ডিম্বাণু (Egg) ছাড়াই মানব ভ্রূণ (Baby)? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বর্তমানে এমন যুগান্তকারী ভ্রূণ তৈরী করে রীতিমতো বিশ্বাসীকে চমকে দিলেন একদল বিজ্ঞানী (Scientists)। আর এমন আবিষ্কারে জীববিজ্ঞানের চিরপরিচিত ফর্মুলায় বড় পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি আমেরিকা এবং ব্রিটেনের এক দল বিজ্ঞানী দাবি করেছেন, তাঁরা গবেষণাগারে এমন মানব ভ্রূণ তৈরি করেছেন, যাতে শুক্রাণু বা ডিম্বাণুর প্রয়োজন হয়নি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, স্টেম সেলের (Stem Cell) মাধ্যমে এই অসাধ্য সাধন করেছেন তাঁরা। তবে এই ভ্রূণকে মানবদেহের বিকাশের একেবারে আদি পর্যায় বলে উল্লেখ করেছেন তাঁরা। তবে এর হৃদস্পন্দন বা ব্রেনের মতো সাধারণ ও অত্যাবশ্যকীয় উপাদান নেই।

বিজ্ঞানীদের দাবি, এর মাধ্যমে একদিন জিনগত রোগ এবং গর্ভপাতের কারণ সম্পর্কে আরও বিশেষ ধারণা পাওয়া যাবে। আর বিজ্ঞানীদের এমন সৃষ্টি এখন রীতিমতো বিশ্ববাসীর কাছে হট টপিক। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে এই গবেষণা আমেরিকা সহ বেশ কিছু দেশে নীতিগত এবং আইনি প্রশ্ন তুলে দিয়েছে। তবে সিন্থেটিক ভ্রূণ তৈরির মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে নিয়ন্ত্রণের বিষয়টি ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। কারণ বিশেষজ্ঞদের দাবি, এই আবিষ্কার মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

বিশেষজ্ঞদের একাংশের অভিযোগ, এই সিন্থেটিক ভ্রূণের (Synthetic Human Embryos) মাধ্যমে নতুন প্রাণের সঞ্চারে অবিলম্বে রাশ টানা দরকার। পাশাপাশি আইভিএফ পদ্ধতিতে যেভাবে নবজাতকের জন্ম হয়, তারও একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া আছে। কিন্তু সিন্থেটিক ভ্রূণের সৃষ্টিতে আইনিভাবে কোনও বিধিনিষেধ এখনও লাগু করা হয়নি। তবে এই পদ্ধতি চলতে থাকলে তা ভবিষ্যতের জন্য যে বড় অশনি সংকেত তা মানছেন বিজ্ঞানীরা।

 

 

spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...