Wednesday, August 27, 2025

মহাপ্র.লয়ের আকার নিয়েছে ‘বিপ.র্যয়’! ঘণ্টাখানেকেই ল্যান্ডফল

Date:

Share post:

উত্তাল হয়েছে সমুদ্র, ঢেউয়ের গর্জনে কান পাতা দায়।ভারতের গোটা পশ্চিম উপকূল জুড়েই নিজেকে বিস্তৃত করেছে ঘূর্ণিঝড় বিপর্যয় (Biparjoy)। হাতে সময় বড্ড কম, বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের কচ্ছ উপকূলে আছড়ে পড়বে বিপর্যয়, মৌসম ভবনের (IMD) তরফে ফের সতর্ক করা হল। ঘন্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা তীব্র হচ্ছে। ইতিমধ্যে উপকূল এলাকায় ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। কচ্ছ, দ্বারকা, মাণ্ডবীর মতো এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎহীন একাধিক এলাকা।

গত ৬ জুন আরব সাগরে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। প্রায় ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় উপকূলের দিকে ধেয়ে আসছে এটি। গুজরাট এবং মহারাষ্ট্রের মুম্বই সহ উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়ের দিকে নজর রেখেছে করাচিও। ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয়৷ ক্ষয়ক্ষতির আশঙ্কা যখন বাড়ছে তার মাঝেই সমুদ্রে ঘূর্ণিঝড়ের অবস্থানকে মাথায় রেখে আগেভাগে মহাকাশ থেকে সেই সাইক্লোনের ছবি তুললেন মহাকাশচারী সুলতান আলনেয়াদি। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (International Space Station) থেকে তোলা সাইক্লোনের সেই ভয়ঙ্কর ছবিতে দেখা যাচ্ছে সাইক্লোনের ‘চোখ’। সেই চোখকে কেন্দ্র করেই ঝোড়ো মেঘের বলয় তৈরি হয়েছে।

মৌসম ভবনের (IMD) বলছে এই মুহূর্তে গুজরাটের জাখাউ পোর্ট থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে সাইক্লোন বিপর্যয় (Cyclone Biparjoy)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের গতিবেগ আর গতিবিধিকে লক্ষ্য করে অনুমান করা হচ্ছে যে বিপর্যয়ের ল্যান্ডফল হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের প্রভাবে হাওয়ার বেগ প্রতি ঘণ্টায় প্রায় ১৫০ কিমি পর্যন্ত হতে পারে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গুজরাটে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) ১৮টি দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল সক্রিয় রয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারীরা উপকূল এলাকার গ্রামগুলি প্রায় ফাঁকা করে দিয়েছেন।

প্রতীকী ছবি

দৈত্যের মতো ফুঁসছে সমুদ্র, প্রশাসনের পক্ষ থেকে অনবরত মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। বিপর্যয়ের তাণ্ডবের আশঙ্কায় ইতিমধ্যেই ৭৬টি ট্রেন বাতিল করা হয়েছে।

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...