থমথম ভাঙড়ে উদ্ধার ৭ ব্যাগ ভর্তি বো*মা

আজও থমথমে ভাঙড়। পোড়া গাড়ি থেকে এখনও বেরোচ্ছে বারুদের গন্ধ। বোমার আঘাতের চিহ্ণ এখনও স্পষ্ট।ঘটনাস্থল পরিদর্শন করতে আজই ভাঙড়ে পৌঁছেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তার আগেই ভাঙড় থানার ঢিল ছোঁড়া দূর থেকে উদ্ধার হল ৭ ব্যাগভর্তি বোমা।

আরও পড়ুন:ভূস্বর্গে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল নিরাপত্তারক্ষীবাহিনী! এনকাউন্টারে নিকেশ ৫ জ*ঙ্গি

আসন্ন পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা ছড়ায় একাধিক এলাকায়।চলেছে গুলি, বোমাও। এমনকি পঞ্চায়েত নির্বাচনের আগেই অশান্তিতে প্রাণ গিয়েছে। জখমও হয়েছে বহু মানুষ। এখনও ভাঙচুরের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। এখনও আতঙ্কিত এলাকাবাসী। এই আতঙ্কের পরিবেশের মাঝেই শুক্রবার সকালে ভাঙড় থানার কাছ থেকে উদ্ধার হয়েছে ৭ ব্যাগ বোমা।
প্রসঙ্গত, বৃহস্পতিবারের অশান্তিতে জখম ৪ জনকে গতকাল রাতেই আরজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মধ্যে একজন গুলিবিদ্ধ ছিলেন। রাতেই তাঁকে ট্রমাকেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনক।