Sunday, November 16, 2025

বিলাসবহুল গাড়ি কিনে সব পদ হারালেন কেরালার কমরেড, আলিমুদ্দিন শুনছে!

Date:

Share post:

বিলাসবহুল গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন বাম শ্রমিক সংগঠনের নেতা। খবর শীর্ষ নেতৃত্বের কানে যেতেই সব পদ থেকে সরানো হল কেরল সিপিএমের (CPIM) শ্রমিক সংগঠনের নেতা পিকে অনিল কুমারকে (PK Anil Kumar)। তিনি CITU অনুমোদিত কেরল পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু সম্প্রতি ৫০ লাখ টাকার বিলাসবহুল ‘মিনি কুপার’ গাড়ি চড়ে ঘুরছিলেন। এটা জানার পরেই তাঁকে সরানো হয়। তবে, ২২ লাখ টাকা গাড়ি চড়া বঙ্গ সিপিএমের নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh) এখনও সব পদ অলংকৃত করেই বসে আছেন।

৫০ লক্ষ টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি ‘মিনি কুপার’ কিনেছেন সিপিএম নেতা পিকে অনিল কুমার। যদিও তাঁর দাবি, স্ত্রী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি করেন। তিনিই গাড়িটি কিনেছেন। যেমন, শতরূপ ঘোষ দাবি করেছিলেন বাবার অবসরকালীন পাওয়া টাকাতেই ২২ লাখি গাড়ি কিনেছেন তিনি। সেই কথা মেনে আলিমুদ্দিন তাঁকে ক্লিন চিট দেয়। শুধু তাই নয়, আলিমুদ্দিনে বসে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন শতরূপ। তবে, সিপিএমের এর্নাকুলাম জেলা কমিটি এবং জেলা সম্পাদকমণ্ডলি সেই পদে হাঁটেনি। তাদের বৈঠকে অনিলকে নিয়ে সিদ্ধান্ত হয়। কেরল সিপিএমের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন জানান, দলের সদস্য হিসেবে এখনও অনিলকে রাখলে তা দলের নীতির বিরোধী হবে। এটা সাধারণ মানুষকে সিপিএমের সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। তার পরেই অনিলকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেরলের সিপিএম।

বঙ্গ সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষের বিলাসবহুল গাড়ি নিয়েও বিতর্কের ঝড় ওঠে। সেই সময় আলিমুদ্দিন অবশ্য শতরূপকে পদ থেকে সরায়নি। বরং পাশে দাঁড়ায়। সিপিএমের রাজ্য দফতরের বসেই গাড়ি নিয়ে সাফাই দেন শতরূপ। তবে কারণ না জানাতে পেরে কুৎসিত ব্যক্তি আক্রমণের পথে হাঁটেন শতরূপ। যা নিয়ে তার বিরুদ্ধে মামলাও হয়। তবে, এখনও স্বপদে বহাল আছেন শতরূপ। বিভিন্ন টিভি চ্যানেলে সিপিএমের মুখ হয়ে যান তিনি। তবে, কেরালার সিপিএম সেই রাস্তায় হাঁটেনি। অভিযোগ পেয়েই পদ থেকে সরানো হল অনিলকে।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...