মত্ত অবস্থায় বাইক চালাচ্ছেন এক ব্যক্তি, ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় সাড়ে দশটা। রাজা দীনেন্দ্র স্ট্রিট (Raja Dinendra Street) ক্রসিং এর কাছে এক মহিলা তখন রাস্তা পার হচ্ছিলেন। টাল সামলাতে না পেরে ‘পুলিশ’ (Police) লেখা বাইক গিয়ে সোজা ধাক্কা মারে মহিলাকে। রাতের কলকাতার (Kolkata) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের নাম নিয়ে বাইক আরোহী বেপাত্তা। নারকেলডাঙা থানায় (Narkeldanga Police Station) অভিযোগও দায়ের হয়েছে।

আহত মহিলার দাবি, ‘পুলিশ’ লেখা বাইকের চালক মত্ত অবস্থায় ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে রাজা দীনেন্দ্র স্ট্রিটে। আহত মহিলাকে এনআরএস হাসপাতালে (NRS Hospital) ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বাইক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।