Tuesday, November 11, 2025

ট্রেন ভ্রমণে নিজের জিনিসপত্র নজরে রাখতে হবে যাত্রীকেই, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

আপনি ট্রেনে কোথাও হয়তো যাচ্ছেন।হঠাৎ খেয়াল করলেন যে আপনার ব্যাগ উধাও হয়ে গিয়েছে। আপনি আপনার ব্যাগ খুঁজছেন আর রেলের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। তবে রেলের মধ্যে যাত্রীদের এই চুরির ঘটনা নিয়ে এবার বিশেষ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, ট্রেনে যাতায়াত করার সময় যাত্রীদের কাছ থেকে কোনও কিছু চুরি হলে সেটা রেল পরিষেবার কোনও ঘাটতি হিসাবে ধরা যাবে না। ভ্যাকেশন বেঞ্চের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহ জানিয়েছেন, যদি যাত্রীরা তাঁদের কোনও জিনিসপত্র ট্রেনের মধ্যে হারিয়ে ফেলেন তবে ভারতীয় রেলের কাছ থেকে তিনি কোনও ক্ষতিপূরণ দাবি করতে পারেন না।
ঘটনার সূত্রপাত সপ্তাহ খানেক আগে। সম্প্রতি ক্রেতা সুরক্ষা আদালত এক ব্যক্তিকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রেলকে নির্দেশ দিয়েছিল। কারণ, তিনি দাবি করেছিলেন ওই পরিমাণ টাকা রেল সফরের সময় তাঁর কাছ থেকে চুরি হয়েছিল। তবে সেই নির্দেশ কার্যত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
তারা জানিয়েছে, আমরা বুঝতে পারছি না রেল সফরের মধ্যে চুরি হলে সেটা কীভাবে রেল পরিষেবার ঘাটতি বলে গণ্য করা হবে? কারণ যাত্রী নিজেই তাঁর জিনিসপত্র রক্ষা করতে পারেননি।
উত্তরপ্রদেশের ওই বাসিন্দা দাবি করেছিলেন, তার কোমরের সঙ্গে বেল্ট দিয়ে এক লাখ টাকা বাঁধা ছিল। কিন্তু রেল সফরের সময় সেটা খোওয়া যায়। তবে ক্রেতা সুরক্ষা আদালতের ক্ষতিপূরণের নির্দেশ মানতে চায়নি দেশের শীর্ষ আদালত।
এদিকে ট্রেনে যাওয়ার সময় অনেকেরই মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটে।এবার েই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, ট্রেনে যাওয়ার সময় সেই জিনিসের প্রতি নজর রাখতে হবে যাত্রীকেই। চুরি গেলেই রেল পরিষেবা নিয়ে প্রশ্ন তোলা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে এবার বিশেষ পর্যবেক্ষণ আদালতের।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র চুরি গেলে সেটা রেল পরিষেবার ঘাটতি হিসাবে বলা যাবে না। তাদের জিনিসপত্র যাতে চুরি না যায় সেটা নজরে রাখতে হবে যাত্রীদেরই ।
অনেক সময় যাত্রীরা নামার সময় জানতে পারেন তার ব্যাগ বা অন্য জিনিস তিনি পাচ্ছেন না। পরে বোঝা যায় সেটি চুরি হয়ে গিয়েছে। তবে এবার এনিয়ে তাৎপর্যপূর্ণ রায় দিল আদালত। আদালতের পর্যবেক্ষণ ট্রেনে যাওয়ার সময় সেই জিনিসের প্রতি নজর রাখতে হবে যাত্রীকেই। চুরি গেলেই রেল পরিষেবা নিয়ে প্রশ্ন তোলা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে এবার বিশেষ পর্যবেক্ষণ আদালতের।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র চুরি গেলে সেটা রেল পরিষেবার ঘাটতি হিসাবে বলা যাবে না। তাদের জিনিসপত্র যাতে চুরি না যায় সেটা নজরে রাখতে হবে যাত্রীদেরই ।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...