Saturday, August 23, 2025

জিতলেও ফেরাবে না দল, কালীঘাটে বৈঠকে নির্দলদের নিয়ে ক.ড়া অবস্থান তৃণমূলের

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত ভোটে দলের বিক্ষুব্ধ নির্দলদের নিয়ে কড়া অবস্থান নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ, শনিবার বিকেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের উপস্থিতিতে শীর্ষ নেতৃত্বকে নিয়ে কালীঘাটে পঞ্চায়েত ভোটের কৌশল নিয়ে শাসকদলের বৈঠক হয়। সেই বৈঠকে স্থির হয়, বিক্ষুব্ধ নির্দলদের প্রথমে আবেদন করা হবে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য, তাতেও কাজ না হলে কড়া পদক্ষেপ। অর্থাৎ, জিতলেও কোনও নির্দল প্রার্থীকে দলে ফেরানো হবে না। সারা জীবন তাঁদের জন্য তৃণমূলের দরজা বন্ধ।

এদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে দলের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্দলদের বিনীত ভাবে প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে অনুরোধ করা হচ্ছে। তাঁর কথায়, “দল সিদ্ধান্ত নিয়েছেপরিষ্কার জানিয়ে দিচ্ছি জিতে তৃণমূলের এই বিক্ষুব্ধু নির্দলরা ফিরতে চাইলে দলে ঠাঁই হবে না।”

আরও পড়ুন- রূ.পান্তরকামীদের জন্য বড় পদক্ষেপ! ‘আলপিন’-র পোস্টার প্রকাশ

এর আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, টিকিট না পেয়ে যাঁরা নির্দল হয়ে দাঁড়াছেন পরবর্তীকালে তাদের কোনও মতে দলে ফিরিয়ে নেওয়া হবে না। তাঁর আরও দাবি ছিল, এবার জনসংযোগ যাত্রার মাধ্যমে তৃণমূল স্তরে মানুষের সঙ্গে কথা বলে পঞ্চায়েতের প্রার্থী বাছা হয়েছে। তারপরও কোথাও কোথাও নির্দল হিসেবে কেউ কেউ দাঁড়িয়ে পড়েছেন। তাঁদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে হবে। এদিন বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এবং দলনেত্রীর নির্দেশ মতো সাংবাদিক বৈঠক করে তা জানিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...