৪৮ ঘণ্টাও কাটল না। ফের লন্ডনে (London) খুন ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin Man)। এবার ৩৮ বছরের এক ভারতীয় বংশোদ্ভূতকে কুপিয়ে খুন করল আততায়ীরা। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় দুপুর ১টা ৩১ মিনিট নাগাদ তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। লন্ডনের পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অরবিন্দ শশীকুমার (Arvind Sashikumar)। মাত্র দু’দিন আগেই হায়দরাবাদ (Hyderabad) থেকে ব্রিটেনে (Britain) পড়তে আসা ২৭ বছরের এক যুবতীকে তাঁরই বাড়িতে ছুরি মেরে খুনের অভিযোগ ওঠে ব্রাজিলের (Brazil) এক যুবকের বিরুদ্ধে। আর সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই একই কায়দায় এবার প্রাণ গেল ৩৮ বছরের এক ব্যক্তির। স্বাভাবিকভাবেই আচমকা দু’জন ভারতীয় বংশোদ্ভূতর হত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে লন্ডনে। পাশাপাশি মৃত্যুর কারণ নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, লন্ডনের সাউদম্পটন ওয়েতে খুন হন ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ। এদিকে শনিবারই সলমন সেলিম নামে ২৫ বছরের এক যুবককে খুনের দায়ে গ্রেফতার করা হয়েছে। পরে অভিযুক্তকে ক্রয়ডন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তবে অভিযুক্ত জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে গিয়েছে বলে খবর। তবে ঠিক কী কারণে এই খুন তার তদন্ত শুরু হয়েছে। এদিকে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট, পেটে ছুরির আঘাতেই মৃত্যু হয়েছে অরবিন্দের। তবে ভারতীয় বংশোদ্ভূত যুবকের মর্মান্তিক পরিণতিতে দুঃখপ্রকাশ করেছে লন্ডন প্রশাসন।

তবে দু’দিন আগে হায়দরাবাদের তরুণী তেজস্বিনী কোন্থাম খুন হন লন্ডনে। নিজের বাড়িতেই খুন করা হয় তাঁকে। ইতিমধ্যেই তাঁকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্রাজিলের এক যুবককে। তার কয়েক দিন আগেও খুন হতে হয় ভারতীয় বংশোদ্ভূত এক কিশোরীকে। আর এই তিনটি খুনের ঘটনাতেই ছুরি ছিল হত্যাকারীদের প্রধান অস্ত্র।
