Sunday, November 9, 2025

একের বিরুদ্ধে একের লড়াই! জোটের বৈঠকে সিদ্ধান্ত হবে ঐক্যবদ্ধভাবেই: পাটনায় বার্তা মমতার

Date:

Share post:

শুক্রবারই বিজেপি-বিরোধী জোটের প্রথম বৈঠক। তার আগের দিন পাটনায় পৌঁছে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর সাক্ষাতের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, একের বিরুদ্ধে এক লড়াই হবে। বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা সর্বসম্মতিতেই হবে জানান তৃণমূল সুপ্রিমো।

পাখির চোখ ২০২৪-এ লোকসভা নির্বাচন। বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে আগেই। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই শুক্রবার সেই বৈঠক হবে পাটনা। বৃহস্পতিবার, অভিষেক ও ফিরহাদকে নিয়ে পাটনা উড়ে যান মমতা। পৌঁছেই সোজা যান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের বাড়ি যান তৃণমূল সুপ্রিমো। সেখানে তাঁদের স্বাগত জানান লালুপত্নী তথা বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, লালুপুত্র তরুণ তুর্কি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। লালুপ্রসাদের শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন মমতা। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “একের বিরুদ্ধে এক লড়াই হবে। বিজেপি-বিরোধিতায় আমরা সকলে এককাট্টা হয়েই লড়ব। বাকি যা সিদ্ধান্ত কাল শুক্রবার আমাদের বৈঠকেই নেওয়া হবে।“ লালুপ্রসাদের সঙ্গে বহু পুরনো রাজনৈতিক সম্পর্কের কথা জানান মমতা। সংসদে তাঁর সঙ্গে পুরনো স্মৃতিচারণ করেন তৃণমূল নেত্রী। বলেন, লালুজি কিছুটা অসুস্থ ছিলেন। কিন্তু এখন বিজেপি-বিরোধী লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। ২৩ জুন বিজেপি-বিরোধী জোটের বৈঠক পাটনায়। লক্ষ্য ২০২৪-এর লোকসভা। বৈঠকের মধ্যমণি জোটের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই প্রয়াসে অনেক আগে থেকেই বিরোধিতার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, বৈঠককে সে সিদ্ধান্তই হোক না কেন, তা সর্বসম্মতভাবেই হবে।

পরে সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে বেশ কিছুক্ষণ দুই মুখ্যমন্ত্রীর কথা হয়। মেগা বৈঠকের আগে তাঁদের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...