Tuesday, November 4, 2025

রণেভঙ্গ দিলেও প্রিগোজিনকে রেহাই নয়, মামলা তুললেন না পুতিন

Date:

Share post:

‘ভাড়াটে সৈন্য’ ওয়াগনার গোষ্ঠীর রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। যদিও আপাতত রণে ভঙ্গ দিয়েছে ওয়াগনার গোষ্ঠীর(Wagnar Group) প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। রণে ভঙ্গ দিলেও প্রিগোজিনের বিরুদ্ধে এখনই রাশ আলগা করছে না ক্রেমলিন। তাঁর বিরুদ্ধে যে যে অপরাধমূলক ধারায় মামলা করা হয়েছিল, সেগুলি এখনও প্রত্যাহার করা হয়নি বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। এদিকে শনিবার দুপুরের পর থেকে রাশিয়ার(Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে(Vladimir Putin) জনসমক্ষে দেখা না যাওয়ায় তুমুল জল্পনা শুরু হয়েছিল। তারইমধ্যে সোমবার পুতিনের বার্তা প্রকাশ করেছে ক্রেমলিন। যদিও সেই ভিডিয়ো কবে রেকর্ড করা হয়েছে, তা নিয়ে ধন্দ আছে সংশ্লিষ্ট মহলের।

গত শনিবার রাশিয়ার বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ডাক দিয়েছিলেন প্রিগোজিন। যার জেরে ভাড়াটে সৈন্যদের প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু করে ক্রেমলিন। এদিকে রস্টভ-অন-ডন এবং ভারোনেস দখল করার পরে মস্কোর দিকে এগিয়ে গেলেও রাশিয়ার রাজধানীর ২০০ কিলোমিটার আগে থেকেই ফিরে যান প্রিগোজিন। রাশিয়ার বন্ধুরাষ্ট্র বেলারুশের সঙ্গে চুক্তি করে রণেভঙ্গ দেন। তারপরও নাকি তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেনি ক্রেমলিন।

সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সূত্র উদ্ধৃত করে রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত তিনটি সংবাদসংস্থা জানিয়েছে যে পিছু হটে গেলেও ইয়েভজেনি প্রিগোজিনের বিরুদ্ধে যে অপরাধমূলক মামলা দায়ের করা হয়েছিল, তা এখনও রয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এককালের ‘বন্ধু’ প্রিগোজিন যে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন, সেটার জন্য কি তাঁকে একেবারে ঢাল-তরোয়ালহীন নিধিরাম সর্দারে পরিণত করার পরিকল্পনা করেছেন পুতিন?

spot_img

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...