Tuesday, August 26, 2025

হুল দিবসে সিধু-কানুর লড়াইকে সম্মান জানালেন মমতা-অভিষেক

Date:

Share post:

১৮৫৫ সালের ৩০ জুন বাংলা ও বিহারে কয়েকটি জেলায় জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে সাঁওতালরা। যা ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুল নামেই পরিচিত। প্রতি বছর এই দিনটিকে ‘হুল দিবস’ হিসেবে পালন করা হয়। শুক্রবার, দিন স্মরণ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লেখেন, “হুল দিবসে আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদ সিধু ও কানু মুর্মুকে। এই দিনেই সান্তালরা ব্রিটিশ ও জমিদারদের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদের সেই লড়াইয়ের কথা আজও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের সেই লড়াই স্বাধীনতা ও সাম্যের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়।“

রাজ্যে ১৬৯তম হুল দিবস পালিত হচ্ছে। ১৮৫৫ সালে ৩০ জুন সিধু ও কানুর নেতৃত্বে বাংলার মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র সঙ্ঘবদ্ধ আন্দোলন ছিল এটিই। এই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল ব্রিটিশ আমলে স্থানীয় মহাজন ও দাদন ব্যবসায়ীদের শোষণ-নিপীড়ন এবং ইংরেজদের অত্যাচারের হাত থেকে মুক্তি। ব্রিটিশের গুলিতে মৃত্যু হয় সিধুর। পরে কানুকে ফাঁসি দেওয়া হয়। সিধু-কানুকে স্মরন করতেই প্রতিবছর এই দিনে পালিত হয় হুল দিবস। আজকের দিনে তাঁদের শ্রদ্ধা নিবেদন করেছেন তৃণমূল (TMC) কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, “আজ, হুল দিবসে, আমরা সিধু এবং কানু মুর্মুর আত্মার শান্তি কামনা করি। আমি স্যালুট জানাই যারা ব্রিটিশ আমলে স্থানীয় মহাজন ও দাদন ব্যবসায়ীদের শোষণ-নিপীড়ন এবং ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন।” তিনি সকলকে আহ্বান করে জানিয়েছেন, “সাঁওতাল বিদ্রোহ থেকে অনুপ্রেরণা নিয়ে, আসুন এমন একটি সমাজের জন্য কাজ করার অঙ্গীকার করি যা সকল প্রকার বৈষম্য মুক্ত।”

আরও পড়ুন- কেন্দ্রের লাগাতার বঞ্চনা সত্ত্বেও শহরাঞ্চলে আবাস যোজনা প্রকল্পে দেশের মধ্যে দ্বিতীয় বাংলা

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...