Sunday, November 9, 2025

পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও নির্বাচনে কাজের নির্দেশ! বড় সিদ্ধান্ত হাইকোর্টের

Date:

Share post:

নির্বাচনের (Election) কাজ থেকে অব্যহতি চেয়েও লাভের লাভ হল না। শনিবার ইঞ্জিনিয়ারদের (Engineer) দায়ের করা মামলার নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) সাফ জানান, পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও পঞ্চায়েত নির্বাচনে সমানভাবে কাজ করতে হবে। সপ্তাহ ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তবুও সেই নির্বাচন নিয়ে মামলার শেষ নেই। হাইকোর্টে শুনানি হচ্ছে একের পর এক মামলার। তবে এই মামলায় রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কাছে রিপোর্ট তলব করেছে আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

এছাড়াও, মনোনয়নের দিনক্ষণ পেরিয়ে যাওয়ার পরও একাধিক প্রার্থী মনোনয়ন জমা করেছেন বলে অভিযোগ। তা নিয়েও মামলা গড়িয়েছে কলকাতা হাই কোর্টে। এদিন সেই মামলায় বিডিও অফিসের ভিডিও ফুটেজ তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তবে রাজ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে নির্বাচনের কাজে অব্যাহতি চেয়ে মামলা দায়ের করা হয়। তাঁদের দাবি, প্রশাসনিক কাজের বাইরে তাঁদের রাস্তা, ব্রিজ মেরামত সহ যাবতীয় ওই সংক্রান্ত কাজ করতে হয়। তবে সব সময় তারা বিভিন্ন কাজে কাজে ব্যস্ত থাকে। আর সেই কারণে তাঁদের নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু বিচারপতি সাফ জানিয়ে দেন, কোনওভাবে তারা অব্যহতি পেতে পারেন না।

পাশাপাশি এদিন অপর একটি মামলায়, মনোনায়নের শেষ দিনের পরেও তা জমা করার অভিযোগ উঠেছে। ১৫ জুন মনোনয়ন জমার শেষ দিন ছিল। সেখানে কি করে ২৪ জুন একজন জমা দেয় মনোনয়ন, সেই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়।

 

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...