Thursday, November 6, 2025

ভোটের প্রচার করতে পারেন না রাজ্যপাল: চরম ক্ষো.ভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। মঙ্গলবার, সন্ধেয় একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর কথায়, রাজ্যপালকে তিনি সম্মান করেন। কিন্তু এভাবে পঞ্চায়েত ভোটের আবহে প্রচার করতে পারেন না রাজ্যপাল। তিনি একটি সাংবিধানিক পদে রয়েছেন। আইনশৃঙ্খলা রাজভবনের এক্তিয়ারভুক্ত নয়।

গত কয়েকদিন ধরেই কোচবিহার থেকে ক্যানিং ঘুরে বেড়াচ্ছেন সিভি আনন্দ বোস। অশান্তির খবর শুনলে সেখানে পৌঁছে গিয়ে কথা বলছেন। কোচবিহার সার্কিট হাউসে তিনি BJP নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। আলাদাভাবে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। রাজভবনে খোলা হয়েছে পিস রুম। এই পুরো বিষয়টিতে তিনি যে চরম অসন্তুষ্ট, এদিন তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এভাবে পঞ্চায়েত ভোটের মধ্যে ঘুরে বেড়াতে পারেন না রাজ্যপাল। রাজ্য সরকারের ব্যয় ভার কমাতে মুখ্যমন্ত্রী নিজেও বেসরকারি হেলিকপ্টার নিয়ে যাতায়াত করছেন। বেসরকারি হোটেলে খরচ দিয়ে থাকছেন। এদিকে সরকারি হেলিকপ্টারে রাজ্যপাল সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন। সরকারি সার্কিট হাউজে থাকছেন। আর্মি থেকে সিআইএফ সবাইকে ডেকে স্ট্রাটেজি তৈরি করছেন গভর্নর। এটা তিনি করতে পারেন না। তিনি রুপরেখা তৈরির কেউ নন।

উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যপালের বিরুদ্ধে সরব মমতা। বলেন, “ওনার মনোনয়ন করা একজন উপাচার্য তিনি নাকি একজন স্থায়ী উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করবেন! আমি তিন মাস সময় নিয়েছি। তার মধ্যে থেকে কমিটি করে উপাচার্য নিয়োগ হবে। এগুলো এত সহজ নয়। এটা আইনবিরুদ্ধ।” এবারে চরম প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “উনি যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। যেটা ওনার করার নয় সেটা উনি করে যাচ্ছেন”। মমতার কথায়, “উনি পিস রুম খোলার কে?” রাজ্যে নির্বাচিত সরকার আছে। আইনশৃঙ্খলা তারাই দেখবে- স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- স্বাস্থ্যে অনিয়ম রুখতে ক.ড়া পদক্ষেপ, রো.গীদের তথ্য অনলাইনে সংরক্ষণ বাধ্যতামূলক করছে রাজ্য

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...