Thursday, August 28, 2025

অশান্ত বুথে প্রয়োজনে পুনর্নির্বাচন হবে: জানালেন রাজ্য নির্বাচন কমিশনার

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে(Panchayat election) রাজ্যের বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা নজরে এসেছে। ভোট হিংসায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। এহেন পরিস্থিতিতে রাজ্যের নির্বাচন কমিশনার(Election commissioner) রাজীব সিনহা(Rajiv Sinha) জানিয়ে দিলেন, বেশকিছু জায়গা থেকে অশান্তির অভিযোগ এসেছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনে অশান্ত বুথে পুনর্নির্বাচন করা হবে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য নির্বাচন কমিশনার বলেন, “ভোট শান্তিপূর্ণ হয়েছে নাকি অশান্ত হচ্ছে, সেটা বলার সময় এখনও আসেনি।” তবে জেলায় জেলায় বেশ কিছু হিংসার অভিযোগ যে এসেছে, সেটা মেনে নিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner)। যদি প্রয়োজন পড়ে কোনও কোনও বুথে পুনর্নির্বাচনও হতে পারে, সেই আশ্বাসও দিয়েছেন রাজীব সিনহা। তিনি জানিয়েছেন, “বিভিন্ন জেলা থেকে অভিযোগ এসেছে। সেগুলির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। দরকার পড়লে পুনর্নির্বাচন হবে।” কমিশনার জানান, “১২০০ মত অভিযোগ এসেছে আমাদের কাছে তার মধ্যে ৬০০ অভিযোগ আমরা সমাধান করেছি এবং সেখানে ভোট চলছে। তবে বুথে অভিযোগ কম, গ্রামের মধ্যে অশান্তির কিছু খবর আসছে। আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি।”

সংবাদমাধ্যমকে নির্বাচন কমিশনার জানান, “আমাদের কন্ট্রোলরুমে অভিযোগ আসছে, আমার কাছে এবং আধিকারিকদের কাছেও অভিযোগ আসছে। অভিযোগ পাওয়ার পর দ্রুত আমরা সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধান করছি।” কমিশন সূত্রে খবর, এ পর্যন্ত ৭টি খুনের অভিযোগ এসেছে। কিছু কিছু বুথে ব্যালট চুরি, বুথ দখলের অভিযোগও এসেছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তারপরই ভোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...