Monday, November 10, 2025

রাজ্যপালের দিল্লি যাত্রাকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

ফের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নিশানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার আনন্দ বোসের দিল্লি যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন কুণাল। পাশাপাশি তিনি বীরভূমে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীর গ্রেফতার নিয়েও বিজেপির চক্রান্তের অভিযোগ তুলেছেন।

রাজ্যপাল দিল্লি যাওয়ার আগে বলে গিয়েছেন, মুক্ত বাতাস পেতে তিনি যাচ্ছেন। এরপরই কুণাল ঘোষের তোপ, রাজ্যপালকে তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাকে অপমান করেছেন। তাঁর আর কোনও অধিকার নেই এই বাংলায় থাকার। উনি দিল্লিতেই থাকুন। তাঁর কটাক্ষ, রাজ্যপাল অমিত শাহ-র কাছে গেলে তাঁর পপুলারিটি বাড়বে। রাষ্ট্রপতির কাছে গেলে ছবি উঠবে।

কুণালের আরও অভিযোগ, রাজ্যপাল ধারাবাহিক ভাবে বিরোধীদের উৎসাহ দিয়েছেন। দিনের শেষে বিরোধীদের পাশে মানুষের সমর্থন নেই, দাবি কুণাল ঘোষের। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সবকিছু স্পষ্ট করে দেবে বলেও দাবি কুণাল ঘোষের।

এদিন কুণাল ঘোষ বলেন, একুশের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচজনের প্রাণ গিয়েছিল। বিরোধীরা জানে তারা হারবে, তাই বারবার তারাই ঝামেলা পাকাচ্ছে। রিপোলিং বুথেও একই লোকেরা ঝামেলা করছে বলে দাবি কুণাল ঘোষের। তিনি দাবি করেছেন, ৬১ হাজারের বেশি বুথে অবাধে নির্বাচন হয়েছে।

শুভেন্দু অধিকারীকেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেছেন কুণাল। তাঁর কথায়, মানসিক অবসাদগ্রস্ত, পাগল বলেও আক্রমণ করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে ঝামেলা চেষ্টা করছে। গণনার দিনও তাঁরা ষড়যন্ত্র করবে। তিনি বলেন, যারা গন্ডগোল করেছেন, তারা হারবো ভেবেই ঝামেলা করেছেন, চক্রান্ত করেছেন। এই নির্বাচনে তৃণমূলেরই বেশি কর্মী মারা গিয়েছে।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...