Monday, November 10, 2025

ব্রাজিলের নতুন রোনাল্ডো সাত বছরের চুক্তিতে বার্সেলোনায়!

Date:

Share post:

গত কয়েক দিন ধরে জল্পনা চলছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। আজ বার্সেলোনা জানিয়েছে, ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকিকে দলভুক্ত করছে তারা। রকির বর্তমান ক্লাব অ্যাথলেতিকো পারানায়েনস এবং বার্সেলোনা এ বিষয়ে ঐক্যমতে এসেছে।

বার্সেলোনার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রকি বার্সেলোনায় যোগ দেবেন ২০২৪–২৫ মরসুমে। দুই পক্ষের মধ্যে সাত বছরের চুক্তি মেয়াদ ফুরোবে ২০৩১ সালে। এর আগে রকিকে কেউ কিনতে চাইলে রিলিজ বাবদ ৫০ কোটি ইউরো খরচ করতে হবে।

বার্সেলোনার টুইটার পেজ থেকে রকির একটি বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়। ব্রাজিলে তিগরিনিও নামে পরিচিত রকি ১০ সেকেন্ডের ভিডিও বার্তায় বার্সেলোনা সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ‘কিউলার্স, বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমি খুব খুশি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। তিগরিনিও বার্সেলোনায় আসছে। শিগগিরই দেখা হবে। বার্সেলোনা এগিয়ে চলো।’

রকির জন্য দলবদল বাবদ ৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার খরচ করছে বার্সেলোনা।এবারের দলবদল মরসুমে বার্সেলোনায় নাম লেখানো তৃতীয় খেলোয়াড় রকি। এর আগে ম্যানচেস্টার সিটি থেকে ইলকায় গুন্দোয়ান এবং মুক্ত খেলোয়াড় হিসেবে অ্যাথলেটিক ক্লাবের ইনিও মার্তিনেজকে দলে নিয়েছিল কাতালোনিয়ার ক্লাবটি।

পারানায়েনস ও ব্রাজিল যুব দলের হয়ে খেলার সময় থেকে বার্সেলোনার নজরে ছিলেন রকি। গত বছর তাঁর দল লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবারতাদোরেসের ফাইনালে খেলে। এ বছর অনূর্ধ্ব–২০ পর্যায়ের দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে রকির ব্রাজিল। টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রকি।

৯ নম্বর জার্সি পরে খেলেন রকি। মূলত সেন্টার ফরোয়ার্ড, তবে উইংয়েও খেলে থাকেন। এখন পর্যন্ত পারানায়েনসের হয়ে ৬৫ ম্যাচে করেছেন ২২ গোল। কয়েক দিন আগে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল রকির কাছ থেকে তাঁর ক্লাবের চাওয়া কী? লাপোর্তা বলেছিলেন, ‘গোল চাই। তাঁর নিজস্ব একটা ধরন আছে। তাঁকে রোনাল্ডো বা রোমারিওর সঙ্গে তুলনা করা যাবে না। সে এমন খেলোয়াড় যে বক্সের ভেতর দুই পায়েই বিপজ্জনক হয়ে উঠতে পারে।’এখন দেখার বার্সেলোনার ইচ্ছাপূরণ হয় কিনা।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...