Monday, August 25, 2025

ব্রাজিলের নতুন রোনাল্ডো সাত বছরের চুক্তিতে বার্সেলোনায়!

Date:

Share post:

গত কয়েক দিন ধরে জল্পনা চলছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। আজ বার্সেলোনা জানিয়েছে, ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকিকে দলভুক্ত করছে তারা। রকির বর্তমান ক্লাব অ্যাথলেতিকো পারানায়েনস এবং বার্সেলোনা এ বিষয়ে ঐক্যমতে এসেছে।

বার্সেলোনার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রকি বার্সেলোনায় যোগ দেবেন ২০২৪–২৫ মরসুমে। দুই পক্ষের মধ্যে সাত বছরের চুক্তি মেয়াদ ফুরোবে ২০৩১ সালে। এর আগে রকিকে কেউ কিনতে চাইলে রিলিজ বাবদ ৫০ কোটি ইউরো খরচ করতে হবে।

বার্সেলোনার টুইটার পেজ থেকে রকির একটি বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়। ব্রাজিলে তিগরিনিও নামে পরিচিত রকি ১০ সেকেন্ডের ভিডিও বার্তায় বার্সেলোনা সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ‘কিউলার্স, বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমি খুব খুশি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। তিগরিনিও বার্সেলোনায় আসছে। শিগগিরই দেখা হবে। বার্সেলোনা এগিয়ে চলো।’

রকির জন্য দলবদল বাবদ ৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার খরচ করছে বার্সেলোনা।এবারের দলবদল মরসুমে বার্সেলোনায় নাম লেখানো তৃতীয় খেলোয়াড় রকি। এর আগে ম্যানচেস্টার সিটি থেকে ইলকায় গুন্দোয়ান এবং মুক্ত খেলোয়াড় হিসেবে অ্যাথলেটিক ক্লাবের ইনিও মার্তিনেজকে দলে নিয়েছিল কাতালোনিয়ার ক্লাবটি।

পারানায়েনস ও ব্রাজিল যুব দলের হয়ে খেলার সময় থেকে বার্সেলোনার নজরে ছিলেন রকি। গত বছর তাঁর দল লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবারতাদোরেসের ফাইনালে খেলে। এ বছর অনূর্ধ্ব–২০ পর্যায়ের দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে রকির ব্রাজিল। টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রকি।

৯ নম্বর জার্সি পরে খেলেন রকি। মূলত সেন্টার ফরোয়ার্ড, তবে উইংয়েও খেলে থাকেন। এখন পর্যন্ত পারানায়েনসের হয়ে ৬৫ ম্যাচে করেছেন ২২ গোল। কয়েক দিন আগে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল রকির কাছ থেকে তাঁর ক্লাবের চাওয়া কী? লাপোর্তা বলেছিলেন, ‘গোল চাই। তাঁর নিজস্ব একটা ধরন আছে। তাঁকে রোনাল্ডো বা রোমারিওর সঙ্গে তুলনা করা যাবে না। সে এমন খেলোয়াড় যে বক্সের ভেতর দুই পায়েই বিপজ্জনক হয়ে উঠতে পারে।’এখন দেখার বার্সেলোনার ইচ্ছাপূরণ হয় কিনা।

 

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...