Sunday, May 4, 2025

মনোনয়ন প্রত্যাহার বিজেপির ‘ডামি’ রথীন্দ্রর! বিনা প্রতিন্দ্বিতায় জয়ী রাজ্যসভার ৭ প্রার্থী  

Date:

Share post:

পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্যসভার নির্বাচনে (Rajyasabha Election) আর ভোটাভুটির প্রয়োজন হচ্ছে না। শনিবার মনোনয়ন প্রত্যাহার করলেন বিজেপির (BJP) ডামি প্রার্থী (Dummy Candidate) রথীন্দ্র বসু (Rathindra Bose)। এদিন ছিল রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর শেষ দিনে বিধানসভায় এসে সহ সচিবের কাছে নিজের মনোনয়ন প্রত্যাহার করেলেন রাজ্য বিজেপির সহ সভাপতি। এরপরেই স্পষ্ট হয়ে যায়, আগামী ২৪ জুলাই বিধানসভায় আর রাজ্যসভা নির্বাচন হচ্ছে না। ফলে মনোনয়ন জমা (Nomination) দেওয়া প্রার্থীরা সবাই বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ হবেন।

বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার সাধারণ রাজ্যসভা নির্বাচনে ৬ এবং উপনির্বাচনে এক জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শংসাপত্র দেওয়া হবে। ফলে এই রাজ্য থেকে রাজ্যসভায় যাওয়ার রাস্তা একেবারে পাকা হল তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, অধ্যাপক সামিরুল ইসলাম এবং প্রকাশ চিক বড়াইকের। অন্যদিকে, বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন অনন্ত মহারাজ। তিনিই প্রথম পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ হচ্ছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের লুইজিনহো ফালেইরোর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। সেই আসনেও বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হবেন দিল্লির বাসিন্দা তথা সমাজকর্মী সাকেত গোখলে।

তবে রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের থেকে পিছিয়ে পরে রাজ্যসভার ভোটে চমক দিতে চেয়েছিল গেরুয়া শিবির। সেই কারণেই ডামি প্রার্থী রথীন্দ্র বসুকে এই নির্বাচনে সামিল করেছিলেন গেরুয়া শিবিরের নেতারা। ফলে একটি আসনে নির্বাচন পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শনিবার ছিল রাজ্যসভার ভোটে নাম প্রত্যাহারের শেষ দিন। ওই দিন বিধানসভায় এসে নিজের নাম প্রত্যাহার করে নিলেন রাজ্য বিজেপির এই নেতা।

 

 

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...