Wednesday, December 3, 2025

এবার রাজনীতিতে জুনিয়র বচ্চন: এলাহাবাদে কোন দলের প্রার্থী হবেন অভিষেক!

Date:

Share post:

বাবা-মায়ের জুতোয় আগেই পা গলিয়েছেন, এবার রাজনীতিতেও পা রাখতে চলেছেন অভিষেক বচ্চন (Abhishek Bacchan)। মায়ের মতো সমাজবাদী পার্টিতেই (SP) না কি যোগ দিচ্ছে জুনিয়ার বচ্চন। উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনেই প্রার্থী হতে পারেন অভিষেক-সূত্রের খবর সেটাই।

‘সরকারে’র পরে ছোটে সরকার। যেন ছবির গল্পই নামছে বাস্তবে। রূপালি পর্দার রাজনৈতিক নেতা নন, একেবারে নির্বাচনে লড়ে জিততে চাইছেন অভিষেক বচ্চন। অখিলেশ যাদবের (Akhilesh Yadab) সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন অমিতাভ-পুত্র। তাঁর মা জয়া বচ্চনই ওই দলেরই রাজ্যসভার সাংসদ। এমনকী সামনের নির্বাচনে এলাহাবাদ (Allahabad) কেন্দ্র থেকে অভিষেককে প্রার্থী করা হবে বলেও স্থানীয় সংবাদপত্র সূত্রে খবর। তবে, সমাজবাদী পার্টির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অভিষেক নিজেও কিছু জানাননি। তবে, বি-টাউনে কান পাতলেই এই খবর শোনা যাচ্ছে।

এই এলাহাবাদ থেকেই জীববনে প্রথম ভোটে লড়ে জয়ী হয়েছিলেন বিগ-বি। সালটা ১৯৮৪। ৬৮ শতাংশেরও বেশি ভোট পেয়ে লোকসভা সাংসদ হন তিনি। দীর্ঘদিনের পারিবারিক বন্ধু রাজীব গান্ধীর প্রস্তাবে রাজি হয়েই এই সিদ্ধান্ত নেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। তবে, রাজনীতিতে দ্রুত মধুচন্দ্রিমা শেষ হয় অমিতাভের। ১৯৮৭-র জুলাই মাসে বোফর্স কেলেঙ্কারিতে রাজীব গান্ধীর নাম জড়ানোয় ইস্তফা দেন সিনিয়র বচ্চন। তবে, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত জয়া বচ্চন (Jaya Bacchan)। কংগ্রেস নয়, বরং পারিবারিক বন্ধু অমর সিংয়ের অনুরোধে সমাজবাদী পার্টিতে যোগ দেন তিনি। ২০০৪-এ প্রথম সমাজবাদী পার্টি থেকে রাজ্যসভায় যান জয়া। ২০১৮ সালে সপা থেকে চতুর্থবার সাংসদ নির্বাচিত হন তিনি। রাজ্যসভায় সুবক্তা হিসেবে পরিচিত আছে জয়ার। প্রায় প্রত্যক অধিবেশনেই তাঁর উপস্থিতি চোখে পড়ে। এখন অভিষেক রাজনীতিতে এলে মাঝপথে ছেড়ে দেন, না কি মায়ের মতো মাটি কামড়ে পড়ে থাকেন তার জবাব দেওয়ার জন্য ‘গুরু’ আওয়াজ বাঁচিয়ে রেখেছেন।

 

 

 

 

spot_img

Related articles

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...

চালাকি করে SIR করেছে অমিত শাহ! তীব্র আক্রমণ মমতার, আশ্বাস দেন “বাংলা ডিটেনশন ক্যাম্প হবে না”

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর (SIR) চালু করা হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ (Amit Shah)। বুধবার, মালদহের গাজোলে...

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...