Tuesday, January 13, 2026

শুভমন-যশস্বীকে নিয়ে বিরাট পরিকল্পনা টিম ইন্ডিয়ার, জানালেন দলের ব‍্যাটিং কোচ

Date:

Share post:

শুভমন গিল, যশস্বী জসওয়াল। ভারতীয় ক্রিকেটে দুই উঠতি সম্পদ। ইতিমধ্যেই ব‍্যাট হাতে নিজের পারফরমেন্সে মুগ্ধ করেছেন শুভমন। ওপর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১৭১ রান করে যশস্বী দেখিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। এই দুই ব‍্যাটারের খেলায় মুগ্ধ সকলে। আর দুই ক্রিকেটারকে নিয়ে বিশেষ ভাবনা ভারতীয় দলের। যা জানালেন দলের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি বিশ্বাস করেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালের ভারতীয় দলের হয়ে তিন ফর্ম‍্যাটে দীর্ঘস্থায়ী কেরিয়ারের সম্ভাবনা রয়েছে।

এদিন এই নিয়ে বিক্রম রাঠোর বলেন,” গিলের সব ফর্ম্যাটেই বড় রান করার দক্ষতা রয়েছে। সে টেস্ট ক্রিকেটেও রান করেছেন। তাঁর মধ্যে যে সম্ভাবনা রয়েছে তাতে আমার কোন সন্দেহ নেই যে তিনি ব্যাটিংয়ে ভারতীয় দলের ভবিষ্যৎ ও তিনটি ফর্ম্যাটেই দীর্ঘসময় ভারতীয় দলের হয়ে খেলবেন গিল।

যশস্বী নিয়ে রাঠোর বলেন,” দ্বিতীয় দিনে জয়সওয়াল লাঞ্চের আগে ৯০ বলে প্রায় ২০ রান করেন। আমি মনে করি যে আমার কাছে ওই ইনিংসটি আরও গুরুত্বপূর্ণ ছিল। একজন খেলোয়াড় তাঁর স্বাভাবিক খেলা পরিবর্তন করে কঠিন সময় অতিক্রম করে এবং তারপরে বড় রান করতে পারে। এটি সত্যিই অসাধারণ ছিল। নিঃসন্দেহে তিন ফরম্যাটেই ভারতীয় দলের সঙ্গে দুর্দান্ত ভবিষ্যত রয়েছে জয়সওয়ালেরও। আমি আগে নির্বাচক ছিলাম। তাই যখনই কোনও ক্রিকেটারকে দলে আনা হয়, এটাই ভাবা হয় সে যেন ভারতের হয়ে আগামী ১০ বছর খেলতে পারে। যশস্বীর সেই ক্ষমতা রয়েছে। আগে কখনও যশস্বীর সঙ্গে কাজ করিনি। কিন্তু আইপিএলে নিয়মিত রান করতে দেখেছি ওকে। কতটা বৈচিত্রময় ব্যাটার ও, সেটা চোখের সামনে দেখেছি। কী অসাধারণ সব স্ট্রোক খেলতে পারে। দলের প্রয়োজন অনুযায়ী শট খেলার ক্ষমতা রয়েছে ওর।”

আরও পড়ুন:কলকাতা লিগে জয় পেল ইস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গ পুলিশকে হারাল ২-৪ গোলে


spot_img

Related articles

যৌনতার ট্যাবু ভেঙে সোশ্যাল মিডিয়ার নির্ভীক কন্ঠস্বর, জনপ্রিয়তার শিরোনামে গল্পকার সীমা!

ভারতীয় সংস্কৃতিতে যৌনতা (Sex) নিয়ে কথা বলার ক্ষেত্রে বরাবরই একটা ট্যাবু কাজ করেছে। খুব সহজ স্বাভাবিক বায়োলজিক্যাল একটা...

এসআইআর শুনানি ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভ! অবরোধ-বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতি সংশোধনের নামে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায়...

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে...

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...