লোকসভা নির্বাচনের আগে একছাতার তলায় আসতে বেঙ্গালুরুতে ২৬টি অবিজেপি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে মেগা বৈঠক হতে চলেছে। মূলত, নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে রোড ম্যাপ ও রণকৌশল তৈরি করতেই এই বৈঠক।
আরও পড়ুন:গণতন্ত্র রক্ষায় একযোগে ল.ড়াই, বেঙ্গালুরুর বিরোধী বৈঠকের দিকে তাকিয়ে গোটা দেশ
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি অর্থাৎ এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং অন্য কিছু বিরোধী নেতা, যাঁরা প্রথম দিনের বৈঠকে যোগ দিতে পারেননি আজ মঙ্গলবার তাঁরাও দ্বিতীয় দিনের বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন শরদ পাওয়ার।
এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী তথা বিরোধী জোটের অন্যতম মুখ নীতীশ কুমারকে লক্ষ্য করে, বেঙ্গালুরুর রাস্তায় ব্যানার এবং পোস্টার লাগানো হয়েছে। তাঁকে “আন্সটবল প্রধানমন্ত্রী পদপ্রার্থী” হিসাবে বর্ণনা করা হয়েছে এই পোস্টারে। এর পাশাপাশি বিহারে সম্প্রতি ভেঙে পড়া সেতুর কথাও পোস্টারে উল্লেখ করা হয়েছে এবং তার ছবিও দেওয়া হয়েছে। বেঙ্গালুরুতে বিরোধী নেতাদের বৈঠকের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে লক্ষ্য করে পোস্টার এবং ব্যানারগুলি চালুক্য সার্কেল, উইন্ডসর ম্যানর ব্রিজ এবং হেব্বালের কাছে বিমানবন্দর সড়কে লাগানো হয়েছিল। তবে পরে পুলিশ এসব ব্যানার সরিয়ে নেয়।
