Sunday, January 11, 2026

৫০০তম আন্তর্জাতিক ম্যাচের নজিরের সামনে কোহলি, বিরাট প্রশংসায় দ্রাবিড়

Date:

Share post:

আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম‍্যাচ। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ লক্ষ‍্য টিম ইন্ডিয়ার। আর এই ম‍্যাচেই নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ২০০৯-এ আন্তর্জাতিক অভিষেকের পর এই টেস্ট বিরাটের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এখনও পর্যন্ত ১১০টি টেস্ট, ২৭৪টি একদিনের ম্যাচ ও ১১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন কোহলি। বিরাটের ৫০০ তম ম‍্যাচের আগে কোহলিকে নিয়ে আবেগে ভাসলেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় বলেন,”শুধু এই দলটা নয়, সারা দেশের ছেলেমেয়েদের কাছে কোহলি সত্যিকারের অনুপ্রেরণা। ওর পরিসংখ্যান, পারফরম্যান্সই বলে দিচ্ছে সেটা। তবে সবচেয়ে বেশি ভাল লাগে ওর কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা, যেটা মানুষ দেখতে পায় না। তাই জন্যেই দেশের হয়ে ৫০০তম ম্যাচ খেলতে নামছে ও।”

এরপর দ্রাবিড় আরও বলেন,” ও এখনও খুব শক্তিশালী এবং ফিট। ৫০০টা ম্যাচ খেলার পর এবং ১২-১৩ বছর ক্রিকেটের সঙ্গে পুরোদমে জড়িত থাকার পর এটা ভাবাই যায় না। কিন্তু এগুলো তো সহজে পাওয়া যায় না। এর নেপথ্যে গোটা ক্রিকেটজীবনে অনেক পরিশ্রম, অনেক আত্মত্যাগ রয়েছে। এখনও কোহলি সেটা করতে রাজি। কোচ হিসাবে আমার কাছে এর থেকে ভাল কিছু আর হয় না। দলের তরুণ খেলোয়াড়েরাও ওকে দেখে উদ্বুদ্ধ হয়। কোহলিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। লম্বা সময় ধরে ক্রিকেট খেলতে হলে পরিশ্রম, শৃঙ্খলা, মানিয়ে নেওয়ার ক্ষমতা না থাকলে হবে না। কোহলির মধ্যে সবই রয়েছে।”

শুধু ৫০০ ম‍্যাচ নয়, কোহলি সামনে রয়েছে আরও এক নজির। ৬১৫ ম্যাচে ২৫,৫৩৪ রান করা জ্যাক কালিসকে টপকে যাওয়ার সুযোগ এখন বিরাটের সামনে। আপাতত বিরাটের রান ২৫,৪৬১। এছাড়া টেস্টে বীরেন্দ্র সেহবাগের ৮,৫৩৬ রানকে ছাপিয়ে যাওয়ার সুযোগও রয়েছে বিরাটের সামনে।

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...