Tuesday, November 11, 2025

ভেদাভেদ নয়, মাথার ওপর ছাদ, পেটের ভাত এটাই আসল: একুশের মঞ্চে জগদীশ বসুনিয়া

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) তৃণমূলের(TMC) বিপুল সাফল্যের পর ২১ জুলাই শহিদ দিবসে বাড়তি উন্মাদনা শহরে। তৃণমূলের শহিদ সমাবেশকে কেন্দ্র করে তিল ধারণের জায়গা নেই ধর্মতলা চত্বরে। বিশাল এই জনসমাগমের মাঝে একুশের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গে অশান্তির পরিবেশ সৃষ্টি করা বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল নেতা জগদীস বসুনিয়া।

এদিনের সভা থেকে বসুনিয়া বলেন, “উত্তরবঙ্গের মানুষ আজ বুঝতে পেরেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের কথা ভাবেন। তাঁদের সমস্যার কথা বোঝেন। তাঁর হাত ধরেই অনেক উন্নতি হয়েছে উত্তরবঙ্গের। কিন্তু তারপরও বিজেপির মতো কিছু শক্তি উত্তরবঙ্গের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তাঁরা সফল হয়নি।”

এদিন বিজেপিকে আক্রমণ শানিয়ে তৃণমূল কংগ্রেস নেতা জগদীস বসুনিয়া বলেন, উত্তরের মানুষকে বঞ্চনার কথা বলে উসকানি দেওয়া হয়। কয়েক বছর আগে এখানে কিছুই ছিল না। উত্তরবঙ্গ একটা জেলা ছিল। সেখানে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু তারপরও কিছু মানুষকে উসকানি দিচ্ছে বিজেপি। কিন্তু উত্তরের মানুষ বুঝিয়ে দিয়েছে তাঁরা তৃণমূল কংগ্রেসের পাশেই আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি তাঁদের পূর্ণ আস্থা আছে। মানুষে মানুষে ভেদাভেদ নয়, মাথার ওপর ছাদ, পেটের ভাত এটাই আসল। এই জন্যই আজ তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আগামী চব্বিশের নির্বাচনে এ রাজ্য থেকে তৃণমূলকে বিয়াল্লিশে বিয়াল্লিশ করে বিজেপিকে উৎখাত করার ডাক দেন জগদীশ বসুনিয়া।

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...