Saturday, May 3, 2025

অনিচ্ছাকৃত ‘ভুল’ না গাফিলতি? করমণ্ডল দু.র্ঘটনার আসল কারণ সংসদে জানালেন রেলমন্ত্রী

Date:

Share post:

একে অন্যকে দোষারোপের করার পর অবশেষে ভারতীয় রেলের (Indian railways)তরফে শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনার আসল কারণ ফাঁস করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Aswini Vaishnav)৷ শুক্রবার রাজ্যসভায় কমিশনার অফ রেলওয়ে সেফটির (Commissioner of Railway Safety) রিপোর্ট উল্লেখ করে রেলমন্ত্রী (Railway Minister) জানান মেরামতির কাজের সময় সিগন্যালিং সার্কিটে অদলবদল হয়ে যাওয়ার কারণেই গত ২ জুন বালাসোরের কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ভারতীয় রেলের অভিশপ্ত সেই দিনে বাহানাগা বাজার স্টেশনে একটি মালগাড়ির পিছনে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)৷ উল্টোদিক থেকে আসা বেঙ্গালুরু হাওড়া হামসফর এক্সপ্রেসও দুর্ঘটনার কবলে পড়ে। এত মানুষের প্রাণ চলে যাওয়ার দায় কার? কতটা নিরাপদ রেলসফর? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। অন্তর্ঘাতের তত্ত্ব উঠে আসায় সিবিআই-কে(CBI ) তদন্তের ভার দেওয়া হয় ৷ প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পরই সূত্র মারফত জানা যায়, যে আসলে মানুষের ভুলই এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী৷

মানুষের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্র সরকার, তার প্রমাণ দিয়েছে এই ভয়াবহ দুর্ঘটনা। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ গতকাল অর্থাৎ শুক্রবার সংসদে এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরেই রেলওয়ে সেফটি কমিশনারের রিপোর্ট উল্লেখ করেই রেলমন্ত্রী জানান, বাহানাগা বাজার স্টেশনের কাছে একটি লেভেল ক্রসিংয়ের রেল গেট পরিবর্তনের কাজ করতে গিয়েই, সংযুক্ত সিগন্যালিং ব্যবস্থার সার্কিটে গন্ডগোল হয়ে যায়৷ রেলমন্ত্রী রিপোর্ট এ বিষয়টিকে ভুল বলে উল্লেখ করেছেন। ঠিক কী ঘটেছিল? করমণ্ডল এক্সপ্রেসকে (Coromandel Express)মেন লাইন দিয়ে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া ছিল৷ কিন্তু যে মেন লাইন ধরে করমণ্ডল আসছিল, ১৭ এ/বি ক্রসওভারের কাছে তার পয়েন্ট সেট করা ছিল আপ লুপ লাইনের দিকে৷ যার ফলে করমণ্ডল এক্সপ্রেস মেন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়ে মালগাড়ির পিছনে ধাক্কা মারে৷

কিন্তু এটা ‘ভুল’ নাকি গাফিলতি? কেন রেলকর্মীরা মানুষের নিরাপত্তার বিষয়ে একটু বেশি সতর্ক থাকবেন না? রিপোর্ট বলছে গত পাঁচ বছরে এরকম ভুল সিগন্যাল দেওয়ার মতো ১৩ টি ঘটনা ঘটেছে।তদন্তে নেমে তিন জন রেলকর্মীকে গ্রেফতার করেছে সিবিআই৷ দক্ষিণ পূর্ব রেলের বেশ কয়েকজন শীর্ষ কর্তাকেও বদলি করা হয়েছে। কিন্তু এর থেকে কি শিক্ষা নেবে রেল ? কারণ নিত্যদিন সিগন্যাল সমস্যা আর রেল বিভ্রাটে ভোগান্তিতে সাধারণ মানুষ। রেলের ভাড়া ক্রমশাই বাড়ছে অথচ পরিষেবাতে এত গাফিলতি! মানুষের মৃত্যুর দায় নেবেন মোদি সরকার?

 

 

 

spot_img

Related articles

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...