Friday, August 22, 2025

মানুষ সব বুঝতে পারছেন, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে INDIA জোটের ধর্নায় অভিষেক

Date:

Share post:

প্রায় দু’মাস কেটে গেলেও জাতি দাঙ্গায় অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি কোনওভাবেই নিয়ন্ত্রণে আনতে পারেনি রাজ্য ও কেন্দ্রের প্রশাসন। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন মণিপুর ইস্যুতে সংসদের দুই কক্ষে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। এমন দাবি তুলে আজ, সোমবার সকাল থেকেই চাপ বাড়াল তামাম বিরোধী শিবির। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির সামনে ধর্না কর্মসূচি শুরু করল “INDIA” জোটের শরিক দলগুলি। INDIA’র এই অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সম্মিলিত বিরোধীদের মূল দাবি একটাই, লোকসভা ও রাজ্যসভায় প্রধানমন্ত্রীকে মণিপুর নিয়ে বিবৃতি দিতে হবে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের রাজ্যসভা লোকসভার প্রায় সব সাংসদই হাজির ছিলেন। মণিপুর ইস্যুতে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলেন সকলে।

এদিন ধর্ণার চলাকালীন মণিপুর ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হতে দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উপস্থিত সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “মণিপুরের ঘটনা থেকে নজর ঘোরাতেই বাংলা, রাজস্থান প্রসঙ্গ তুলে আনছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। কিন্তু তাতে লাভ হবে না। মণিপুরে কী ঘটছে, দেশের মানুষ তা বুঝতে পারছেন। প্রধানমন্ত্রী কোনও প্রতিশ্রুতি রাখতে পারেন না। ২০২২-এর মধ্যে দেশের সবার মাথার উপর ছাদ থাকবে বলেছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। আর এদিকে বিপুল টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। লজ্জায় মাথায় হেঁট হয়ে যায়।”

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এদিন সমস্ত বিরোধী দলের নেতাকে ফোন করে সুষ্ঠু ভাবে সংসদ চালাতে সহযোগিতা চান।ফোন করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদসুদীপ বন্দ্যোপাধ্যায়কেও। সুদীপবাবু তাঁকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সংসদে বিবৃতি না দিলে সুর নরম হবে না। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চাই।”

আরও পড়ুন:মণিপুর ইস্যুতে তৃণমূলের ধর্নাস্থল দখল বিজেপির! ডেরেকর দাবি, সঠিক লক্ষ্যেই এগোচ্ছে INDIA

 

spot_img

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...