Thursday, August 21, 2025

শেষরক্ষা হল না! দীর্ঘ ল.ড়াইয়ের পর অবশেষে ম.র্মান্তিক পরিণতি কোচবিহারের নি.র্যাতিতার

Date:

Share post:

স্কুল (School) থেকে ফিরছিল সে। সেইসময় আচমকাই নবম শ্রেণির ছাত্রীকে কয়েকজন যুবক তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর চলে লাগাতার যৌন নির্যাতন (Physical Assault)। আর সেই নির্যাতনের কারণেই কোমায় চলে গিয়েছিল কোচবিহারের (Coochbehar) নাবালিকা। তবে দীর্ঘ লড়াইয়ের পর বুধবার সকালে শেষ হল তার জীবনযুদ্ধ। এমজেএন হাসপাতালে (MJN Hospital) মৃত্যু হল ১৪ বছরের কিশোরীর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া কোচবিহারে। এদিকে অভিযুক্তদের দ্রুত কঠোর শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবার।

তবে এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে মূল অভিযুক্ত বাপ্পা বর্মন-সহ আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন সত্য সরকার, মৃণাল সরকার, সুমন সরকার ও সুশান্ত দাস। অভিযুক্ত বাপ্পা বর্মন নির্যাতিতার গ্রামেরই বাসিন্দা। নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জুলাই ওই নাবালিকা স্কুলে গিয়েছিল। আচমকা অসুস্থ বোধ করায় তৃতীয় ক্লাসের পর সে স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময়ই কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায়। পরে সন্ধে হয়ে গেলেও ওই নাবালিকা বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর গত ২০ জুলাই পুণ্ডিবাড়ি থানায় মিসিং ডায়েরি দায়ের করেন পরিবারের সদস্যেরা। তাঁদের দাবি, অবশেষে তাঁরা জানতে পারেন কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি ওই নাবালিকা।

পরে পুলিশ ঘটনার তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেফতার করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ধৃতরা তাঁদের প্রতিবেশী। পরে ২১ জুলাই পরিবারের সদস্যরা কিশোরীর খোঁজ পায়। এক বেসরকারি নার্সিংহোমে অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানান, মাথায় অক্সিজেন কম যাওয়ায় কোমায় চলে গিয়েছে ওই নাবালিকা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোচবিহারের এমজেএন হাসপাতালে ভর্তি করে। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয় নাবালিকার।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...