ফের বড়সড় জরিমানা দিতে হবে ইন্ডিগোকে। সুরক্ষা, প্রশিক্ষণ, পরিচালনা পদ্ধতি এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ক খুঁটিনাটি নথি সংরক্ষণ না করার অভিযোগ উঠল ইন্ডিগোর বিরুদ্ধে। এরজন্য বেসরকারি বিমান সংস্থার থেকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন।

আরও পড়ুন:মক্কায় বসে মিনাখাঁয় মনোনয়ন, মইনুদ্দিকে ভবানী ভবনে তলব সিআইডির
ডিজিসিএ সূত্রের খবর, বিশেষ অডিট রিপোর্টের ভিত্তিতেই ইন্ডিগোর এই জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি অবিলম্বে নির্দেশিকা মেনে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বেসরকারি এই বিমান সংস্থাটিকে। গত চার মাসে ইন্ডিগোর বিমান পরিচালনা ব্যবস্থায় চার বার ত্রুটি ধরা পড়েছে বলে ডিজিসিএ সূত্র উদ্ধৃত করে প্রকাশিত একটি খবরে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছর বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে বিমানে উঠতে দিতে অস্বীকার করায় ইন্ডিগোর পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। এবার ৩০ লক্ষ টাকা জরিমানা!
