Saturday, August 23, 2025

অঞ্জুকে জমি-চাকরি পাকিস্তানে! নাগরিকত্বও দেওয়া হবে: দাবি নাসরুল্লার

Date:

Share post:

ধর্ম পরিবর্তন করে নাসরুল্লাকে বিয়ে করেছ্ন।এবার অঞ্জুকে থাকার জন্য জমি এবং জীবিকা নির্বাহের জন্য চাকরিও দেওয়া হল।সাংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে।জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় থাকার জন্য অঞ্জুকে একটি জমি দান করেছেন সেখানকারই এক বড় ব্যবসায়ী। শুধুমাত্র এখানেই শেষ নয়, পাক স্টার গ্রুপ অফ কোম্পানিজ-এর সিইও মহসীন খান আব্বাসি নিজে নাসরুল্লার বাড়ি গিয়ে অঞ্জুকে তাঁর সংস্থায় চাকরির প্রস্তাবপত্রও দিয়ে এসেছেন। আব্বাসি দাবি করেছেন, তাঁদের সংস্থার বোর্ডের সদস্যরা অঞ্জুকে একটি জমি দান করেছেন। শুধু তাই-ই নয়, পাকিস্তানে অঞ্জুর নথিপত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষ হলেই তাঁকে ওই সংস্থায় চাকরি দেওয়া হবে। তার বিনিময়ে তাঁকে মোটা অঙ্কের বেতনও দেওয়া হবে।

আব্বাসি আরও দাবি, অঞ্জুকে ২৭২ বর্গফুট জমি দেওয়া হয়েছে। ৫০ হাজার পাকিস্তান রুপি, এ ছাড়াও বেশ কিছু উপহারও দেওয়া হয়েছে। পাকিস্তানে অঞ্জুকে স্বাগত জানাতেই এ সবেই আয়োজন করা হয়েছে। পাখতুনখোয়ার অন্য ব্যবসায়ীদেরও আব্বাসি আবেদন করেছেন, তাঁরা যেন অঞ্জুকে সাহায্য করতে এগিয়ে আসেন। তাঁর কথায়, “অঞ্জুর যেন কোনও ভাবেই মনে না হয়, এটি ওঁর বাড়ি নয়। তাই ওঁকে খুশি রাখার সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে।”

যদিও অঞ্জুর প্রেমিক নাসরুল্লা দাবি করেছেন, ভিসার মেয়াদ শেষ হলেই অঞ্জু ভারতে ফিরে যাবেন। সেখান থেকে সন্তানদের নিয়ে আবার পাকিস্তানে ফেরত আসবেন। নাসরুল্লা আরও দাবি করেছেন, অঞ্জুকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। খুব শীঘ্রই তা মঞ্জুর হবে।

অবশ্য, তাঁকে এবং নাসরুল্লাকে নিয়ে যে সব খবর প্রকাশ্যে আসছে, তার পরেও সেগুলিকে মিথ্যা বলে দাবি করেছেন অঞ্জু। তাঁর দাবি, নাসরুল্লার সঙ্গে বিয়ে হয়নি তাঁর। ধর্মও বদলাননি তিনি। খুব শীঘ্রই ভারতে ফিরবেন তিনি। বিয়ে এবং ধর্ম পরিবর্তনের কথা অঞ্জু অস্বীকার করলেও তাঁর প্রেমিক কিন্তু দাবি করছেন, অঞ্জুর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে তাঁর। অঞ্জু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

 

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...