Sunday, November 9, 2025

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে সং.কট পুরোপুরি কাটেনি

Date:

Share post:

শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত পর্যবেক্ষণে থাকার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Former CM Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থার (Health condition) সামান্য উন্নতি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তন্দ্রাচ্ছন্ন হলেও ডাকলে সাড়া দিচ্ছেন তিনি। যদিও শ্বাসনালী আর ফুসফুসের সংক্রমণের কারণে এখনই পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না বলেই মত চিকিৎসকদের।

বাই ল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। হাইডোজের অ্যান্টিবায়োটিক প্রভাব ফেলছে কিডনিতে, স্বাভাবিকের থেকে সামান্য বেশি ক্রিয়েটিনিনের মাত্রা। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত ৩ দিন কার্যত অভুক্ত ছিলেন বুদ্ধবাবু। শরীরে কমেছে জলের পরিমাণ। তাই স্যালাইন দেওয়া হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তাঁকে খাওয়ানো সম্ভব হয়েছে। হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং সন্তান সুচেতন ভট্টাচার্য। আজ সকাল থেকেই বাম দলের বিভিন্ন নেতারা বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে যান। বর্ষীয়ান নেতা বিমান বসু থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে আজ দেখা যায়। গতকাল রাতে বিজেপির সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন। টুইট করে তাঁর সুস্থতা কামনা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

 

বেশ কিছু পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় বুকে সিটি স্ক্যানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আজ এই পদ্ধতি কতটা করা সম্ভব তা নিয়ে দুপুরে মেডিক্যাল বোর্ডের একটি বৈঠক হয়।বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে বিমান বসু বলেন “নতুন কোনও কথা নেই। সূর্যকান্ত মিশ্র বোর্ডের বৈঠকে ছিলেন। চিকিৎসকরা প্যারামিটারগুলি দেখছেন। নতুন কিছু নেই তাতে। তবে অবশ্যই কালকের থেকে উন্নতি হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি” । গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে দাবি সূর্যকান্ত মিশ্রর। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মুহূর্তের ব্লাড প্রেসার ১৪০/৮০, অক্সিজেন স্যাচুরেশন ৯৮% মতো রয়েছে। শনিবার থেকে যে তন্দ্রাভাব ছিল সেটাও অনেকটা কমেছে।

 

 

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...