Sunday, November 16, 2025

ডাকলে সাড়া দিচ্ছেন! এখনও স.ঙ্কটজনক বুদ্ধদেব

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখনও সঙ্কটজনক। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ব্লাড প্রেসার ১৪০/৮০, অক্সিজেন স্যাচুরেশন ৯৮% মতো রয়েছে। শনিবার থেকে যে তন্দ্রাভাব ছিল সেটাও অনেকটা কমেছে। চিনতে পারছেন, ডাকলে সাড়া দিচ্ছেন বুদ্ধবাবু। তবে ভেন্টিলেশনের মাত্রা এখনই কমানো হবে না। ৪৮ ঘণ্টা কাটলে পরিস্থিতি বুঝে কমানো হবে।রবিবার সন্ধ্যায় মেডিক্যাল বুলেটিনে এমনটা জানাল আলিপুরের বেসরকারি হাসপাতাল।

হার্টের অবস্থা ভাল হলেও, চিন্তায় রাখছে ফুসফুসের সংক্রমণ। তবে চিকিৎসায় ইতিবাচক সাড়া পেলে সংক্রমণের চিকিৎসাও সঠিক ভাবেই করা যাবে বলে মনে করছেন চিকিৎসকরা। আপাতত কড়া নজরদারিতেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।বুদ্ধদেব ভট্টাচার্যের মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানান, ‘সবে আমরা ঘুমের ওষুধ বন্ধ করেছি। জ্ঞান ফিরেছে। রোগী অনেকটাই সাহায্য করছেন। বিভিন্ন অঙ্গ ভঙ্গি করে বোঝাচ্ছেন। কাল আমরা সিটি স্ক্যান করতে পারি। পরিস্থিতি ঠিক থাকলে কাল ভ্যান্টিলেশন থেকে নীচে নামানো হবে। ব্লাড টেস্টে সব দেখা হয়েছে ঠিক আছে।’

শনিবার বিকেলে ৭৯ বছর বয়সি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুদ্ধদেবকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।গত কয়েক দিন ধরেই জ্বর ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরেই তিনি সিওপিডির সমস্যায় আক্রান্ত।

বুদ্ধদেবের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। রবিবার বুদ্ধদেবকে দেখে গিয়েছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল। ইকো কার্ডিয়োগ্রাম করিয়েছেন চিকিৎসক ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। তার রিপোর্ট ভাল বলে জানিয়ে চিকিৎসক কৌশিক বলেছেন, ‘‘বুদ্ধদেববাবুর ‘কার্ডিয়াক ফাংশন’ বেশ ভাল। তাই ফুসফুসের অবস্থা খারাপ থাকলেও উনি লড়ে যাচ্ছেন। শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনসুলিন দেওয়া হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তাঁকে খাবার দেওয়া হচ্ছে। কোনও সমস্যা ছাড়াই তাঁর খাদ্যনালী দিয়ে খাবার শরীরে ঢুকছে। এটা ভাল লক্ষণ।’’

মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক কৌশিক চক্রবর্তী আরও জানান, ‘সবে আমরা ঘুমের ওষুধ বন্ধ করেছি। জ্ঞান ফিরেছে। রোগী অনেকটাই সাহায্য করছেন। বিভিন্ন অঙ্গ ভঙ্গি করে বোঝাচ্ছেন। কাল আমরা সিটি স্ক্যান করতে পারি। পরিস্থিতি ঠিক থাকলে কাল ভ্যান্টিলেশন থেকে নীচে নামানো হবে। ব্লাড টেস্টে সব দেখা হয়েছে ঠিক আছে।’

 

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...