Thursday, August 28, 2025

তরুণ ব্রিগেডেও পরিবর্তন চাইছে আলিমুদ্দিন, SFI শীর্ষ নেতৃত্বে রদবদলের জল্পনা

Date:

Share post:

অনেক চেষ্টা করেও শূন্যর গেরো কাটছে না। পক্ককেশের কারণেই ভরাডুবি বলে অভিযোগ রটায় নতুন মুখের উপর যোগ দিয়েছে সিপিআইএম (CPIM)। এবার সেই তরুণ ব্রিগেডের নেতৃত্ব বদল করতে চাইছে আলিমুদ্দিন (Alimuddin)। আগামী বছর জানুয়ারিতেই এসএফআইয়ের (SFI) রাজ্য সম্মেলন হতে পারে। আর সেখানেই ছাত্র সংগঠনের সভাপতি ও সম্পাদক পদে রদবদল হতে পারে বলে সূত্রের খবর।

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) ও সভাপতি প্রতীক উর রহমানকে (Pratik Ur Rahaman) দায়িত্ব থেকে সরিয়ে সেখানে নতুন মুখ আনার পরিকল্পনা চলছে। পার্টির ছাত্র ফ্র্যাকশন কমিটির বৈঠকে তাঁরা নিজেরাই দায়িত্ব ছাড়তে চেয়েছেন বলে সূত্রের খবর। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলির সদস্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) উপস্থিতিতে দলের ছাত্র ফ্র্যাকশন কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, এসএফআইয়ের রাজ্য সম্মেলন জানুয়ারির ১৫ থেকে ৩১ তারিখের মধ্যে হবে। তবে এখনও জায়গা ঠিক হয়নি।

সব রাজনৈতিক দলের নজরই লোকসভা ভোটে। তার আগেই ছাত্র সংগঠনে রদবদল প্রক্রিয়া সেরে নিতে চাইছে আলিমুদ্দিন। নতুন প্রজন্মকে শাখা সংগঠনের মাধ্যমে তুলে এনে আরও বেশি করে দলের মধ্যে সক্রিয় করতে চাইছে সিপিএম। সেপ্টেম্বরই এসএফআইয়ের বর্তমান রাজ্য কমিটির মেয়াদ শেষ হচ্ছে। সম্পাদক ও সভাপতি পদে সৃজন ও প্রতীক উর দুজনেই ৪বছর রয়েছেন। এর পরিস্থিতিতে তাদের জায়গায় নতুন মুখ আনাতে চাইছে দল। দৌড়ে রয়েছেন এসএফআইযের কলকাতা জেলা সম্পাদক দেবাঞ্জন দে, দক্ষিণ ২৪পরগনার ছাত্র নেতা ঋজুরেখ দাশগুপ্ত। বর্ধমানের ছাত্র নেতা অনির্বাণ চৌধুরীর নামও শোনা যাচ্ছে। তবে, এখনও কোনও নাম চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন- হিং.সা থামানোর লক্ষণ নেই! মণিপুর-ভাগের ‘আজব দাবি’ তুলে বিপাকে বিজেপি বিধায়ক  

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...