২০১১ থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকার কারিগরী শিক্ষা ও দক্ষতা দফতরের খাতে ১৫০ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করেছে। পাশাপাশি রাজ্যে বর্তমান পলিটেকনিক (Polytechnic) ও আইটিআই-র (ITI) সংখ্যা ও ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার বিধানসভার (Assembly) প্রশ্নোত্তর পর্বে একথাই জানালেন কারিগরী শিক্ষা ও দক্ষতা দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Minister Indranil Sen)।

এদিন মন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যে ‘রোজগার সেবা পোর্টাল’ (Rojgar Seva Portal) চালু হয়েছে। ইতিমধ্যে ১ লক্ষ ৪৪ হাজার ৫৪৯টি আবেদন পত্র জমা পড়েছে। ইন্দ্রনীল মনে করিয়ে দেন, ২০১১ সাল থেকে বাংলায় পয়সার জন্য উন্নয়ণ থেমে থাকেনি। ২০২৩-২৪ অর্থবর্ষে ১৯ টি আইটিআই অনুমোদন হয়েছে।
