Wednesday, November 12, 2025

এবার অন্তত সি*গারেট ছাড়ুন বুদ্ধ, আর্জি কুণালের

Date:

Share post:

১২ দিনের লড়াই জিতে ফের পাম অ্যাভিনিউয়ের স্থায়ী ঠিকানায় ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। আজ, বুধবার ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে আসা হয় বাড়িতে। বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার আগেই মঙ্গলবার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে সমস্ত সেট আপ রেডি করা হয় হাসপাতালের তরফে। আগামী কয়েকদিন হোম কেয়ারে ২৪ ঘণ্টা হাসপাতালের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন।

বুদ্ধদেব ভট্টাচার্যর সুস্থ হয়ে বাড়ি ফেরায় অত্যন্ত খুশি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন, “রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ভালো আছেন। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি গিয়েছেন। অত্যন্ত ভালো খবর তিনি সুস্থ থাকুন। তবে অনুরোধ করব সিগারেট যেন না খান। কারণ, তিনি জেদ করে এখনও সপ্তাহে তিনদিন সিগারেট খান। তাই অনুরোধ করবো, আরও অনেকদিন সুস্থভাবে বাঁচতে হবে। তাই শরীরের কথা ভেবে সিগারেট একদম পাকাপাকি ভাবে ছাড়া ভালো।”

এরপর মদন মিত্রের উদাহরণ টেনে তৃণমূল নেতা বলেন, “এমন একটি সমস্যা কিছুদিন আগে হয়েছিল মদন মিত্রের। ধূমপান বন্ধের জন্য মাঝে কিছুদিন একটি স্প্যাচ ব্যবহার করতেন। যেখানে একটা ফিলিং হয়, ধূমপান করছি, কিন্তু আমলে ওটা ধূমপান নয়। চিকিৎসকরা দেখুন, যদি ওনার ধূমপানের এতই আগ্রহ থাকে তাহলে এখন অনেক আধুনিক বিকল্প ব্যবস্থা বেরিয়েছে। অনেকদিন ভাল থাকতে যে কোনও মানুষ ওনাকে ধূমপান ছাড়ার পরামর্শ দেবেন।”

এদিকে, শরীরের সমস্ত প্যারামিটারগুলোয় নজর রাখার জন্য আগামী কয়েকদিন ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক ও সিস্টার নজর রাখবে তাঁর উপরে। বাড়িতেই চলবে ফিজিওথেরাপি, সোয়ালো থেরাপি, যাতে তিনি নিজে মুখে করে তরল খাবার খেতে পারেন।


 

 

 

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...